গিলের সেঞ্চুরি, বড় লিডের পথে ভারত
একেই বলে ব্যাটিং দাপট। ঘরের মাঠে যে ভারত কতটা ভয়াবহ তা ভালোভাবেই টের পাচ্ছে বাংলাদেশ। চেন্নাই টেস্টের তৃতীয় দিনে প্রথম দুই সেশনে তেমন কোনো লড়াই করতে পারল না বাংলাদেশ। সফরকারীদের নির্বিষ বোলিং ছাপিয়ে বড় সংগ্রহের পথে ভারত। এরইমধ্যে লিড পাঁচশ ছুঁইছুঁই। রিশাভ পন্থের পর সেঞ্চুরি তুলে নিয়েছেন শুভমান গিল। ১৫১ বলে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিলেন এই ডানহাতি ব্যাটার।
অবশেষে এলো উইকেট, সেঞ্চুরি হাঁকিয়ে ফিরলেন পন্থ
প্রথম ইনিংসের পর চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসেও দাপট দেখাচ্ছে ভারতীয় ব্যাটাররা। প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজা-রবিচন্দ্রন অশ্বিনরা অবিশ্বাস্য ব্যাটিং করে বাংলাদেশকে চাপে ফেলে। এবার দ্বিতীয় ইনিংসে দুই তরুণ ব্যাটার রিশাভ পন্থ ও শুভমান গিল মিলে ভারতকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছেন। এরইমধ্যে শতক তুলে নিয়েছেন পন্থ। লিড ছাড়িয়েছে সাড়ে চারশ। অবশ্য সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি পন্থ। ১২৮ বলে ১০৯ রান করে মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।
উইকেটের খোঁজে বাংলাদেশ
বল হাতে প্রথম ইনিংসে হাসান-নাহিদরা দাপট দেখালেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি দ্বিতীয় ইনিংসে। দুই ব্যাটার রিশাভ পন্থ ও শুভমান গিলের ব্যাটে রানপাহাড়ে ভারত। বাংলাদেশকে যে বড় রানের লক্ষ্য দিতে চায় টিম ইন্ডিয়া তা স্পষ্ট। অন্যদিকে, প্রথম সেশনে উইকেটশূণ্য বাংলাদেশ দ্বিতীয় সেশনেও উইকেটের খোঁজে। তবে, এখনও মেলেনি সাফল্য। লিড সাড়ে চারশ ছাড়িয়ে ছুটছে ভারত।
পন্থ-গিলের ফিফটি, ভারতের লিড চারশ ছাড়াল
প্রথম ইনিংসে ব্যাট হাতে শুরুটা ভালো করতে না পারলেও চেন্নাই টেস্টে চালকের আসনে স্বাগতিক ভারত। বাংলাদেশের ব্যাটি ব্যর্থতার সুযোগে রানের পাহাড় গড়ছে ভারত। এরইমধ্যে দ্বিতীয় ইনিংসে লিড সাড়ে তিনশ ছাড়িয়েছে দলটির। ফিফটি তুলে নিয়েছেন দুই তরুণ তারকা রিশাভ পন্থ ও শুভমান গিল।
লিডের বোঝা নিয়ে তৃতীয় দিন শুরু বাংলাদেশের
চেন্নাই টেস্টের শুরুটা দারুণ করলেও সময়ের সাথে খেই হারাচ্ছে বাংলাদেশ। প্রথম ইনিংসে হতাশাজনক ব্যাটিংয়ের ফলে পরাজয় দেখছে সফরকারীরা। এগিয়ে থেকেই তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে ভারত। বাংলাদেশের ঘাড়ে লিডের ভার। সেটা আজ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮১ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। ৩০৮ রানের লিড নিয়ে তৃতীয় দিন শুরু করেছে টিম ইন্ডিয়া।
ভারতের দাপটে চেন্নাইতে শান্তদের হতাশার দিন
চেন্নাই টেস্টে আরেকটি হতাশার দিন পার করল বাংলাদেশ। শুরুর দিনের মতো বোলিংটা দারুণ হলেও ব্যাটিংয়ে রীতিমতো ধস নামে সফরকারীদের। ভারতের বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৪৯ রানেই গুঁটিয়ে যায় বাংলাদেশ। এমনকি এড়াতে পারেনি ফলোঅনও। দিনের তৃতীয় সেশনে লিড নিয়ে ব্যাট করতে নেমে পুঁজি আরও শক্ত করে নিয়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তিন উইকেটে ৮১ রানে দিন শেষ করেছে রোহিত শর্মার দল। দিন শেষে উইকেটে ১২ রানে অপরাজিত রিশাভ পন্থ। তার সঙ্গে শুভমান গিল ব্যাট করছিলেন ৩৩ রানে। ৩০৮ রানে এগিয়ে স্বাগতিকরা।