সাকিবের কম বোলিংয়ের ব্যাখ্যা দিলেন শান্ত
চেন্নাই টেস্টে ব্যাটের পাশাপাশি বল হাতে সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি অলরাউন্ডার সাকিব আল হাসান। অবশ্য ব্যাটিং ছাপিয়ে আলোচনায় তার কম বোলিং। প্রথম ইনিংসে ৫৩তম ওভারে বোলিংয়ে দেখা যায় তাকে। ওই ইনিংসে মাত্র ৮ ওভার বোলিং করেছেন এই বাঁহাতি অলরাউন্ডার। কেন এত কম বোলিং করলেন সাকিব, এবার সেই কারণ জানালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
চতুর্থ দিনে ব্যাট হাতেও ভালো করতে পারেননি সাকিব। আউট হন ২৫ রান করে। এরমধ্যে আঙুলে একবার বল লেগে আঘাতও পান, আঙুলে পেঁচাতে হয় টেপ। এর আগে তৃতীয় দিন আলোচনায় সাকিব নাকি হাতে অস্ত্রেপচার করিয়েছেন। যার ফলশ্রুতিতে তিনি সামর্থ্য অনুযায়ী বোলিং করতে পারছেন না।
২৮০ রানের বড় ব্যবধানে হারার পর সংবাদ সম্মেলনে সাকিবের চোট ও পারফরম্যান্স নিয়ে শান্ত বলেন, 'আঙুলের টেপ পেঁচানোর ব্যাপারটা হচ্ছে উনার শেষ দিকে একটা বল লেগেছিল হাতে। যে কারণে টেপ পেঁচানো। আর আমি কোন ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে কথা বলা স্বাচ্ছন্দ্যবোধ করি না। পুরো দলের পারফরম্যান্স নিয়ে একটা দলের ফল হয়। আসলে প্রথম ইনিংসে উনাকে দরকার হয়নি। দেখেছেন তিন পেসার কীভাবে ভালো বল করেছিল। মিরাজও ভাল বল করেছে। আমার পরিকল্পনা ছিলো পেসারদের লম্বা স্পেলে রাখা। আমরা ৬ উইকেট দ্রুত নিতে পেরেছিলাম।'
সদ্য সমাপ্ত টেস্টে বল হাতে বিবর্ণ ছিলেন। দুই ইনিংস মিলিয়ে ২১ ওভার করেও উইকেট পাননি। অথচ এই টেস্টের আগে কাউন্টিতে সারের হয়ে ৬৩.২ ওভার বল করে ৯ উইকেট নিয়েছিলেন। হুট করে সাকিবের এত কম বোংলিং করায় বেশ অবাক হন সবাই।