কানপুর টেস্টের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ
ভারতের সঙ্গে বাংলাদেশের সিরিজটির সূচি নিশ্চিত হওয়ার পর থেকেই প্রতিবাদে মুখর হিন্দু মহাসভা। ভারতের ধর্মীয় এই সংগঠনটি শুরু থেকেই বিরোধিতা করেছে সিরিজের। বাংলাদেশে সরকার পতনের পর হিন্দুদের ওপর হওয়ার হামলার জেরে এই সিরিজটি বয়কট করেছে হিন্দু মহাসভা। হুমকি দিয়েছে ম্যাচ হলে হামলা করারও।
এবার হরতাল (ভারতীয় ভাষাষ ‘বন্ধ’) ডেকেছে হিন্দু মহাসভা। গোয়ালিয়রে আগামী ৬ অক্টোবর ভারতের সঙ্গে টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেদিনই শহরটিতে হরতালে ঘোষণা দিয়েছে সংগঠনটি। এর আগে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সেখানেও কর্মসূচি রেখেছে তারা।
নিজেদের প্রতিবেদনে আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এমনটিই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম পিটিআই। হিন্দু মহাসভার সহ-সভাপতি ড. জয়বীর ভরদ্বাজ জানিয়েছেন, যেকোনো মূল্যে তারা গোয়ালিয়রে ম্যাচ অনুষ্ঠিত হতে দেবে না।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানান, তারা সবরকম ব্যবস্থা নিয়ে রেখেছে। ইতোমধ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে। চলছে পুলিশি মহড়া। ম্যাচের দিনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করবে প্রশাসন। হিন্দু মহাসভা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।
হিন্দু মহাসভা দাবি করেছে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দুদের ওপর হামলা করা হয়েছে। হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদে বাংলাদেশ-ভারতের সিরিজ নিয়ে হুমকি দিয়েছে তারা। এমনকি কানপুর ও গোয়ালিয়রের উইকেট কুপিয়ে নষ্ট করার হুমকিও দিয়েছিল সংগঠনটি।