রাত ১টায় মাঠে নামছে রিয়াল মাদ্রিদ
লা লিগায় টানা ছয় ম্যাচ অপরাজিত রিয়াল মাদ্রিদ। বর্তমান লিগ চ্যাম্পিয়নরা চারটি জয় ও দুই ড্রয়ে আছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। টোনা ছয় জয়ে লিগ টেবিলে শীর্ষে বার্সেলোনা। শীর্ষে উঠতে না পারলেও অপরাজিত থাকার ধারাবাহিকতা ধরে রাখতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত ১টায় মাঠে নামছে রিয়ালি মাদ্রিদ।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মাদ্রিদের প্রতিপক্ষ দেপোর্তিভো আলাভেস।পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে আছে ক্লাবটি। নিজেদের সর্বশেষ ম্যাচে জয়ের দেখা পেয়েছিল দুদলই। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকলেও জয়ের ধারা ধরে রাখতে আত্মবিশ্বাসী আলাভেস।
মাদ্রিদ মাঠে নামছে পূর্ণ শক্তি নিয়েই। এই ম্যাচটি লস ব্লাংকো কোচ কার্লো আনচেলত্তির জন্য বিশেষ। ক্লাবটির কোচ হিসেবে এখন পর্যন্ত দুই দফায় রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে মোট ২৯৯ ম্যাচে ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি। যা ক্লাবটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। সান্তিয়াগো বার্নাব্যুতে আলাভেসের বিপক্ষে ম্যাচটি লস ব্লাংকোদের কোচ হিসেবে আনচেলত্তির ৩০০তম ম্যাচ।
৩০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করার আগে আনচেলত্তি বলেন, ‘আমি যথেষ্ট ভাগ্যবান যে বড় দলকে কোচিং করাচ্ছি। বিশ্বের সেরা ক্লাবের (রিয়াল মাদ্রিদ) কোচ হিসেবে ৩০০ ম্যাচ পার করা, কোনো সন্দেহ নেই এটি বিশেষ কিছু। আমি এতগুলো ম্যাচে দায়িত্ব পালন করেছি, এটা অলৌকিক নয়। তবে, অনেকটা তেমনই (অলৌকিক)।’