কানপুর টেস্টে কী খেলবেন সাকিব?
মাঠ ও মাঠের বাইরে ক্রমশ বিতর্কিত হচ্ছেন সাকিব আল হাসান। রাজনৈতিক মামলা, জরিমানা তো আছেই, মাঠের খেলায়ও নেই অলরাউন্ডার সাকিবের দেখা। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে জ্বলে উঠতে পারেননি বিশ্বের অন্যতম সেরা এই খেলোয়াড়। পাশাপাশি চোট সমস্যায় ভুগছেন। শঙ্কা তৈরি হয়েছে কানপুরে দ্বিতীয় টেস্টে তার খেলা নিয়েও।
বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য বলছেন ভিন্ন কথা। সাকিবের চোট প্রসঙ্গে কথা উঠতেই হাথুরুসিংহের জবাব, তার কোনো সমস্যা নেই। কানপুরে বাংলাদেশ দলের অনুশীলন শেষে আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এমনটি জানান তিনি।
হাথুরুসিংহে বলেন, ‘সাকিবের চোট নিয়ে কথা হচ্ছে। এ ব্যাপারে আমি সেভাবে কিছু জানি না। তবে, ফিজিওর সঙ্গে আমার কথা হয়েছে। তার চোট নিয়ে আমাকে কেউ কিছু বলেনি। এই মুহূর্তে সাকিবের কোনো সমস্যা নেই। সে ম্যাচ খেলার মতো ভালো অবস্থায় আছে।’
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে সফরকারীদের অনুশীলন। বোলাররা ভালোই করেছেন চেন্নাইয়ে। ব্যাটিংটা মন মতো হয়নি। অনুশীলনে বাংলাদেশি ব্যাটারদের দেখা গেছে বেশ মনোযোগ দিতে। সাকিব-সাদমান-জাকিররা নিজেদের প্রস্তুত করছেন কানপুর পরীক্ষার জন্য। অন্যদিকে, বোলাররা নিজেদের করছেন আরও শাণিত। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে কানপুর টেস্ট।