বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ নারী দল
সপ্তাহখানেক পরই মাঠে গড়াচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আসন্ন সেই টুর্নামেন্টকে সামনে রেখে আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা। এবারের আসরে বাংলাদেশ দলের নেতৃত্বে নিগার সুলতানা জ্যোতি।
অবশ্য এই বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশে। তবে, গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে রাজনৈতিক পটপরিবর্তন হয়। নিরাপত্তা শঙ্কায় এই আসর আরব আমিরাতে স্থানান্তর করে আইসিসি। আয়োজক আমিরাত হলেও আসর শুরু হচ্ছে বাংলাদেশের ম্যাচ দিয়েই।
বাংলাদেশ ২০১৪ সাল থেকে বিশ্বকাপ খেলছে। ঘরের মাঠে সেবার দুটি জয়ই এখন পর্যন্ত মেয়েদের সেরা সাফল্য। গত ১০ বছরে আরও চারটি বিশ্বকাপে অংশগ্রহণ করলেও সেসব টুর্নামেন্টে বাংলাদেশের ফলাফল হতাশাজনক। এবার অন্তত সেই হতাশা ভুলে নতুন ইতিহাস লিখতে চায় নারী ক্রিকেটাররা।
বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। বি-গ্রুপে বাংলাদেশের মেয়েদের অন্য প্রতিপক্ষ হলো- ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। এবার তারুণ্য ও অভিজ্ঞদের মিশ্রণে স্কোয়াড সাজিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের বিশ্বকাপ দল: নিগার সুলতানা জ্যোতি, মারুফা আক্তার, দিপা বিশ্বাস, সাথী রানী, মুরশিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সুবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার ও রাবেয়া খান।