অবসরের ঘোষণার পর ভক্তদের যা বললেন সাকিব
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়েই সাকিব আল হাসানের শেষ, সমাপ্তি হতে চলেছে বাংলাদেশ ক্রিকেটের গৌরবময় এক অধ্যায়ের। অনেকটা হুট করেই অবসরের সিদ্ধান্ত জানালেন এই বাঁহাতি অলরাউন্ডার। অবসরের ঘোষণার পর এক সাক্ষাৎকারে ভক্তদের উদ্দেশে দিয়েছেন বার্তাও।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কানপুরে বেসরকারি টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভক্তদের উদ্দেশে সাকিব বলেন, ‘ভক্তরা আমাকে সবসময় সাপোর্ট করেছে, তাদের জন্য মনে হয় আরও খেলতে থাকি। তাদের এমন নিঃস্বার্থ ভালবাসার জন্য আমি কৃতজ্ঞ।’
অবসরের সিদ্ধান্ত প্রসঙ্গে সাকিব বলেন, ‘হুট করে নয়, আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া। বিসিবি, নির্বাচক, কোচ ও অধিনায়কের সঙ্গে আলাপ হয়েছে। এরপরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
নিজের ক্যারিয়ারে কোনো আক্ষেপ আছে কিনা, এমন প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, ‘আলহামদুল্লিাহ, আমার ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নেই।’
এর আগে, দুপুরে দ্বিতীয় টেস্টের আগে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দিয়ে সাকিব বলেন, ‘আমার মনে হয় টি-টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট।’
ক্যারিয়ারের সর্বশেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেই। যার মানে দাঁড়ায় এখন শুধু ওয়ানডে ফরম্যাটে দেখা যাবে সাকিবকে। পাকিস্তান হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাবেন সাকিব।