চ্যাম্পিয়নস ট্রফিতে কি অংশ নেবে ভারত, জানাল পিসিবি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/10/07/rohit-babar-wc20231-1717659129.jpg)
লম্বা সময় পর মাঠে গড়াতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। চার বছর পরপর আয়োজিত হওয়ার কথা থাকলেও গত সাত বছরে একবারও বসেনি এই টুর্নামেন্ট। অবশেষে ২০২৫ সালে পাকিস্তানে বসতে যাচ্ছে ক্রিকেটবিশ্বের অন্যতম সেরা এই টুর্নামেন্ট। যদিও ভারতের অংশগ্রহন নিয়ে এখনও জটিলতা কাটেনি।
বিসিসিআইয়ের পক্ষ হতে জানানো হয়েছে, পাকিস্তানে যেতে গেলে ভারত সরকারের ছাড়পত্র লাগে। সেটা না পেলে তাদের পক্ষে কোনও দেশেই খেলতে যাওয়া সম্ভব নয়। লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে হওয়ার কথা ম্যাচগুলো। ভারতের ম্যাচ দেওয়া হয়েছে লাহোরে। ২০০৮ সালে শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল ভারতীয় দল। এর পাঁচ বছর পর শেষবার ভারতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসে পাকিস্তান। তারপর থেকে আর কোনও দ্বিপাক্ষিক সিরিজও হয়নি দুই দেশের মধ্যে।
এই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান মহসিন নাকভি জানিয়েছেন, সব দলের অংশগ্রহণে পাকিস্তানেই হবে চ্যাম্পিয়নস ট্রফি। গণমাধ্যমে তিনি বলেছেন,‘আমরা চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের জন্য প্রস্তুত। সব দল পাকিস্তানে এসে খেলবে।’
এমতবস্থায় আইসিসিও পড়েছে মহা বিপাকে। কারণ ভারতকে চাপ দিয়ে কাজ করানো কঠিন। পাল্টা ভারতও বিকল্প ভেনু অর্থাৎ হাইব্রিড মডেলে ম্যাচ আয়োজনের দাবি করেছে। যা মেনে নিতে নারাজ পিসিবি। সবমিলিয়ে দুই বোর্ডের এমন মুখোমুখি অবস্থানে সমাধানের খোঁজ পাচ্ছে না আইসিসি।
উল্লেখ্য, পহেলা ডিসেম্বর আইসিসির চেয়ারম্যান পদে বসতে যাচ্ছেন জয় শাহ। দায়িত্ব নেওয়ার পর পাকিস্তান সফরের কথা রয়েছে তার। পিসিবির বিশ্বাস, পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ সুবিধায় আইসিসির চেয়ারম্যানকে সন্তুষ্ট করতে পারবে তারা।