সিরিজ বাঁচানোর ম্যাচে আগে বোলিংয়ে বাংলাদেশ
ভারত সফরের শুরুটা হয়েছে মলিনতায়। সাদা পোশাকে প্রথম সিরিজেই হোয়াইটওয়াশের লজ্জা পায় বাংলাদেশ। সেই লজ্জা না ভুলতে আরেকটি সিরিজ হারানোর শঙ্কা চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আজ বুধবার (৯ অক্টোবর) ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
এই ম্যাচটিতে জিতলে সিরিজে টিকে থাকবে বাংলাদেশ। হারলেই সিরিজ হাতছাড়া। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ম্যাচটিতে ভারতের বিপক্ষে টসে জিতে আগে বোলিং বেছে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়া বাংলাদেশ এবার ভারতেও পরিবর্তনের রং দেখাবে—প্রত্যাশা এমনই ছিল সবার। প্রত্যাশার প্রমাণের বদলে টেস্ট সিরিজে রীতিমতো মুখ থুবড়ে পড়ে সফরকারীরা।
ভারতের মাটিতে লড়াইটা শুরুটা হয় টেস্ট দিয়ে। দুই টেস্টের কোনোটিতেই ভারতের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। এমনকি দ্বিতীয় টেস্টে বৃষ্টির সুবিধা নিয়েও বাংলাদেশ অন্তত ড্রয়ের স্বাদ নিতে পারেনি। বরাবরের মতো ব্যাটিং ব্যর্থতায় স্বাগতিকদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে চন্ডিকা হাথুরুসিংহের দল।
টেস্টের পর গোয়ালিয়রে শুরু হয় দুদলের টি-টোয়েন্টির লড়াই। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও একই দশা বাংলাদেশের। আগে ব্যাট করতে নেমে ১২৭ রানের মধ্যেই গুটিয়ে যায় বাংলাদেশ। কারও ব্যাটে নেই ধার। বোলিংয়েও নেই ছন্দ। ফলাফল ৪৯ বল হাতে রেখে সাত উইকেটেই জয় তুলে নয় ভারত। সিরিজে এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
প্রথমটিতে হেরে যাওয়ায় এবার সিরিজ ছাড়া হওয়ার শঙ্কায় বাংলাদেশ। আগামীকাল দ্বিতীয় ম্যাচ হাতছাড়া হলেই ভারতের কাছে টি-টোয়েন্টি সিরিজে হারাবে বাংলাদেশ। তাই সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। এমন ম্যাচে দিল্লিতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়েই মাঠে নেমেছে লাল-সবুজের দল।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।