সাকিবের দেশত্যাগে কি বাধা আছে? যা বললেন ক্রীড়া উপদেষ্টা
দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে চাওয়ার যে ইচ্ছে সাকিব আল হাসানের,তা পূরণ হওয়ার পথে। দেশে ফিরলে তাকে নিরাপত্তা দেওয়ার বিষয়টি পরিস্কার করা হয়েছে সরকারের পক্ষ হতে। শুধু দেশে ফেরা নয় সাকিবের দেশত্যাগেও কোনো জটিলতা দেখছেন না যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ রোববার (১৩ অক্টোবর) মিরপুরে আসন্ন বিপিএল ঘিরে বিসিবির প্রস্তুতি ও নিরাপত্তা পর্যবেক্ষনের বিষয়টি পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা সাকিব প্রসঙ্গে বলেন, ‘সাকিব একজন ক্রিকেটার ও বাংলাদেশের নাগরিক, এক্ষেত্রে তিনি দেশে আসতেই পারেন। আইনের প্রতি সবার শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। কারণ দক্ষিণ আফ্রিকা দলও বাংলাদেশ আসবে, তাই যদি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, তাহলে অন্য দলগুলোও কিন্তু বাংলাদেশ সফর নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগবে।’
আসিফ মাহমুদ আরও যোগ করেন, ‘রাষ্ট্রের জায়গা থেকে প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আপনারা জানেন আগের ফ্যাসিবাদী সরকারের সঙ্গে সাকিব আল হাসানের সংশ্লিষ্টতা ছিল, তাই কিছু মানুষের এখনও তার (সাকিবের) ওপর হয়তো কিছুটা ক্ষোভ রয়েছে। যদিও সাকিব বিষয়টি একটি স্ট্যাটাসের মাধ্যমে ক্লিয়ার করেছেন। আমি মনে করি, আপাতত তেমন কোনো বাধা নেই। আর আইনি বিষয়ে আমি সঠিক বলতে পারব না, কারণ সেটা আইন মন্ত্রণালয়ের বিষয়। আমার মনে হয় বাংলাদেশের মানুষ আইনের প্রতি যথেষ্ঠ শ্রদ্ধাশীল। আর দেশে আসা বা যাওয়ার যে বিষয়টা বললেন, আমি তো কোনো জটিলতা দেখছি না। বাকিটা আইন মন্ত্রনালয়ের বিষয়।’