ক্লাব বিশ্বকাপে সুযোগ পাচ্ছে মেসির মায়ামি
মেজর লিগ সকারে দারুণ অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। চোট কাটিয়ে প্রাণভোমরা লিওনেল মেসি ফেরায় বেশ ফুরফুরে টাটা মার্টিনো শিষ্যরা। এরইমধ্যে ফিফা থেকে পেল সুখবর। ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার আমন্ত্রণ পেয়েছেন মেসিরা। যা ভক্তদের জন্য নিঃসন্দেহে বড় সংবাদ। কারণ এই টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদের মতো বিশ্বসেরা ক্লাবের বিপক্ষেও খেলার সম্ভাবনা থাকবে মায়ামির।
জানা গেছে, যদি সরাসরি খেলার সুযোগ না পায়, তবে অতিথি দল হিসেবে হলেও মায়ামিকে খেলাতে মরিয়া ফিফা। এর পেছনে অবশ্য কারণ রয়েছে। কেননা ২০২৫ ক্লাব বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্রের মাটিতে। মূলত দেশটিতে মায়ামি ও মেসির জনপ্রিয়তা কাজে লাগাতে চায় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। অনুষ্ঠিতব্য সেই টুর্নামেন্টকে সামনে রেখে এরইমধ্যে ৩০ দল চূড়ান্ত করা হয়েছে। এখনও বাকি দুটি দল। যাদের একটি মায়ামি।
আগামী বছরের মাঝামাঝি শুরুর কথা রয়েছে এই টুর্নামেন্টের। তাই স্বাভাবিকভাবেই মেসির উপস্থিতি এই টুর্নামেন্টকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়।
আগামী বছর ১৫ জুন থেকে শুরু হয়ে এই টুর্নামেন্ট চলবে ১৩ জুলাই পর্যন্ত। টুর্নামেন্টে সর্বোচ্চ ১২টি দল অংশ নেবে ইউরোপ থেকে।
দ্বিতীয় সর্বোচ্চ ৬টি ক্লাব খেলবে দক্ষিণ আমেরিকা থেকে। এ ছাড়া সমান ৪টি করে ক্লাব অংশ নেবে এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল থেকে। বাকি দলটি ওশেনিয়া অঞ্চল থেকে আসবে।