বাংলাদেশি ব্যাটারদের যে পরামর্শ দিলেন হাসান মাহমুদ
বাংলাদেশ দলের বোলাররা দিন দিন উন্নতি করছে। নিজেদের জায়গা থেকে তারা লড়াই করেন প্রতিপক্ষের চোখে চোখ রেখে। কিন্তু, সম্প্রতি ব্যাটারদের ব্যর্থতায় লড়াইয়ের জন্য পর্যাপ্ত সুযোগটা পান না। চলমান ঢাকা টেস্টে যেমন প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ১০৬ রানে। অল্প পুঁজি নিয়েও বোলাররা চেষ্টা চালিয়ে গেছেন। দক্ষিণ আফ্রিকাকে থামিয়েছেন ৩০৮ রানে।
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার (২২ অক্টোবর) দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এদিনও চার রান তুলতেই হারায় দুই উইকেট। ৫৯ রানে তিন উইকেট হারিয়ে ফের বিপর্যয়ের শঙ্কায় পড়লেও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম মিলে বাংলাদেশের সংগ্রহ শতরান পার করেন। পড়তে দেননি আর কোনো উইকেট।
দিন শেষে সংবাদ সম্মেলনে এসে পেসার হাসান মাহমুদের কথায় উঠে এসেছে, ক্রিজে সেট হওয়ার ব্যাপার। তার মতে, ব্যাটারদের আরও মনোযোগী হওয়া উচিত। তিনি আশা করেন, ব্যাটাররা দলকে ভালো সংগ্রহ এনে দেবেন।
হাসান মাহমুদ বলেন, ‘ব্যাটারদের আউট হওয়া তো আমাদের (বোলারদের) হাতে নেই। আমার দিক থেকে মনে হয়, আরও একটু মনোযোগ দিয়ে ব্যাটিং করা দরকার। যতটুকু সম্ভব সেট হওয়া উচিত। নিজেদের ব্যাটাররা ভালো খেলবে, এটি সবারই আশা। এভাবে চিন্তা করা উচিত যে, সবাই মিলে একটা রান দাঁড় করাব, যাতে ম্যাচ জিততে পারি।’