বাফুফে নির্বাচন
সহ-সভাপতি পদে বাজিমাত করলেন যারা
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি জয়ে হয়েছেন প্রত্যাশিত প্রার্থীরাই। তবে, চমক দেখা গেছে সহ-সভাপতি পদে। হেভিওয়েট দুই প্রার্থী সাবেক দুই ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির ও শফিকুল ইসলাম মানিকের পক্ষে পাল্লা ভারী ছিল। কিন্তু, আজ শনিবার (২৬ অক্টোবর) নির্বাচন শেষে জয়ের মুখ দেখেননি তারা। চার সহ-সভাপতি পদে জিতেছেন—শাহরিয়ার জাহেদী, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সাব্বির আহমেদ আরিফ ও ফাহাদ করিম জয়লাভ করেছেন
মোট ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে দিয়েছেন ১২৮ জন। তাতে, ১১৫ ভোট পেয়ে প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শাহরিয়ার জাহেদী। এতে রেকর্ড গড়েছেন তিনি। জাহেদীর আগে বাফুফে সহ-সভাপতি নির্বাচনে এর আগে কেউ ১০০ ভোট পাননি যশোরের শামসুল হুদা একাডেমির প্রতিষ্ঠাতা জাহেদী তৃণমূলের সংগঠক হিসেবে পরিচিত মুখ। এবার বসলেন বাফুফের অন্যতম শীর্ষ পদে।
১০৮ ভোট পেয়ে দ্বিতীয় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন লক্ষীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কাউন্সিলর ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। ব্রাদার্স ইউনিয়নের সদস্য সচিব সাব্বির আরেফ ৯০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। চতুর্থ ও শেষ সহ-সভাপতি পদে ফাহাদ করিম পেয়েছেন ৮৬ ভোট।
পরাজিত দুই প্রার্থীর মধ্যে কিংবদন্তি ফুটবলার ওয়ালী সাব্বির ৬৬ ভোট এবং শফিকুল ইসলাম মানিক পেয়েছেন ৪২ ভোট।