৫৫ লাখ থেকে ১৩ কোটি রুপিতে রিঙ্কু
প্রায় সাত বছর ধরে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে রয়েছেন। বলা চলে নাইটদের এখন ঘরের ছেলেই হয়ে উঠেছেন রিঙ্কু সিং। এই রিঙ্কুকে ২০১৮ সালে ৫৫ লাখ রুপিতে নিজেদের দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। ৫৫ লাখ রুপিতে আসা সেই রিঙ্কুর দামই এখন ১৩ কোটি রুপি!
১৩ কোটি রুপি শুনে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েই রিঙ্কু নিজেকে নিয়ে গিয়েছেন চড়া দাম। অবশ্য নাইটদের ডেরা ছাড়লে রিঙ্কু সিং আরও বেশি দামও পেতে পারতেন। এমনকি নিলামে যদি তার নাম উঠতো কাড়াকাড়ি লেগে যেত বাকি দলগুলোর। কিন্তু সেই দিকে পা বাড়াননি তিনি। রয়ে গেছেন কেকেআরেই।
৫৫ লাখ রুপিতে যখন কলকাতায় আসেন তখন আর্থিক ভাবে পিছিয়ে থাকা পরিবার থেকে আসা রিঙ্কুর কাছে সেটাই ছিল বিরাট পাওয়া। সেই রিঙ্কু এখন কেকেআর ছাপিয়ে ভারতের জাতীয় দলেরও অংশ।
আসন্ন আইপিএলের নিলামের আগে রিঙ্কুকে তাই রেখে দিল কেকেআর। সেই সঙ্গে তাঁর দাম ধরা হলো ১৩ কোটি রুপি। দাম ঘোষণার পরেই অবশ্য রিঙ্কু লিখলেন, 'পিকচার অভি বাকি হে।'
এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রিঙ্কু নিজের একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তাঁকে কেকেআরের হেলমেট এবং জার্সিতে দেখা যাচ্ছে। ভিডিওটি পোস্ট করে রিঙ্কু লিখেছেন, “হামারি প্রেম কাহানি তো অভি ব্যস শুরু হুই হে। পিকচার অভি বাকি হে মেরে দোস্ত।”
অর্থাৎ, আমাদের প্রেম কাহিনি সবে শুরু হয়েছে, এখনও অনেক কিছু বাকি রয়েছে। কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ ছবিতে একটি সংলাপের সঙ্গে মিল রেখে এই লাইন লিখেছেন রিঙ্কু।
মূলত ফিনিশার হিসাবেই রিঙ্কুকে খেলায় কেকেআর। আইপিএলে ৪৬ ম্যাচে ৮৯৩ রান করেছেন তিনি। তাঁর গড় ৩০.৭৯, স্ট্রাইক রেট ১৪৩.৩৩।