হারের পর রেফারিকে দুষলেন বার্সার কোচ
দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনা হোঁচট খেল হঠাৎ করে। লা লিগায় আজ সোমবার (১১ নভেম্বর) রিয়াল সোসিয়েদাদের কাছে ১-০ গোলে হেরেছে কাতালানরা। চলতি মৌসুমে লিগে বার্সার এটি দ্বিতীয় হার। তবে, এই হার মেনে নিতে পারছেন না ক্লাবটির কোচ হ্যানসি ফ্লিক।
ঘরের মাঠ সান সেবাস্তিয়ানে রিয়াল সোদিসেয়াদ ম্যাচের একমাত্র গোলটি করে ৩৩ মিনিটে। দলের পক্ষে গোল করেন শেরাল্ডো বেকার। এরপর একাধিক চেষ্টায়ও ম্যাচে ফিরতে পারেনি বার্সা। লেভানডস্কি-রাফিনহারা প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেননি। ম্যাচে মোট ১১টি আক্রমণ করলেও একটি শটও অন টার্গেট ছিল না বার্সার। যেখানে সোসিয়েদাদের ১৪টি শটের ছয়টিই ছিল অন টার্গেট।
এমন ম্যাচে হারের পর বার্সা ফ্লিক আঙ্গুল তুললেন রেফারির দিকে। ম্যাচের শুরুতে এগিয়ে যেতে পারত তার দল। রবার্ট লেভানডস্কি ১৩তম মিনিটে গোল করলেও ভিএআরের সাহায্যে রেফারি সেটি বাতিল করেন। গোলটিকে অফসাইড ধরা হয়। বার্সা কোচের মতে, এটি অনেক বড় ভুল সিদ্ধান্ত। এমন খবরই প্রকাশ করেছে বিইন স্পোর্টস।
ম্যাচ শেষে ফ্লিক বলেন, ‘এটি গোল ছিল। রেফারি ভুল করেছেন। অনেক বড় ভুল ছিল গোল বাতিলের বিষয়টি। তবে, আমাদের এই সিদ্ধান্ত মেনে নিতে হবে। আজকের দিনটি আমাদের ছিল। ছেলেদের যা করণীয়, তারা প্রতিনিয়ত যা করে, তা করতে পারেনি।’
এই হারের পরও লিগে সবার ওপরে বার্সেলোনা। ১৩ ম্যাচ শেষে ১১ জয় ও দুই হারে ৩৩ পয়েন্ট তাদের। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ১২ ম্যাচে ২৭ পয়েন্ট।