গণঅভ্যুত্থানে শহীদদের নামে তিন স্টেডিয়ামের নামকরণ
কদিন আগেই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছিলেন, ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের নামে স্টেডিয়ামের নামকরণ করা হবে। মাস খানেকের মধ্যে ক্রীড়া উপদেষ্টার সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিল।
দুই স্টেডিয়াম ও এক খেলার মাঠের নাম পরিবর্তন করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের নামে এসব স্টেডিয়াম ও খেলার মাঠের নামকরণ করা হয়। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম, টাঙ্গাইল জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ মারুফ স্টেডিয়াম ও ঢাকার জাতীয় সংসদ ভবন সংলগ্ন খেলার মাঠের নাম পরিবর্তন করে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ রাখা হয়েছে।