গ্লোবাল টি-টোয়েন্টিতে দলের লক্ষ্যের কথা জানালেন আশরাফুল
চলতি নভেম্বরের শেষ দিকে শুরু হবে গায়ানা গ্লোবাল সুপার লিগ (জিএসএল)। টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে খেলবে রংপুর রাইডার্স। বিভিন্ন দেশের ক্লাব নিয়ে হতে চলা আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রংপুর। রংপুরের সহকারী কোচের দায়িত্বে আছেন মোহাম্মদ আশরাফুল।
বাংলাদেশ দলের সাবেক এই তারকা ক্রিকেটার আসর শুরুর আগে জানালেন নিজের লক্ষ্যের কথা। নিজ দলকে ফাইনালে দেখতে চান তিনি। আশরাফুল জানেন, এটি কঠিন। তবে, চাইলে অসম্ভব নয়।
আশরাফুল বলেন, ‘আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। ফাইনালে উঠতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য নিজেদের সেরাটাই দেব। জানি এটি খুব কঠিন পথ। আমি মনে করি, সবাই যদি দল হিসেবে খেলতে পারি তাহলে ফাইনাল খেলা সম্ভব। রংপুরের সেই সামর্থ্য আছে। আমাদের দল বেশ ভারসাম্যপূর্ণ।’
আগামী ২৭ নভেম্বর থেকে প্রথমবারের মত টুর্নামেন্টটি শুরু হতে যাচ্ছে। ৭ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে আসরটি। টুর্নামেন্টে অংশ নিতে আগামী ২২ নভেম্বর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাবে রংপুর। এর আগে টুর্নামেন্টকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স।
টুর্নামেন্টে অংশ নেবে পাঁচটি দল। দলগুলো হল–গায়ানা আমাজন ওয়ারিয়র্স, হ্যাম্পশায়ার হকস, লাহোর কালান্দার্স, রংপুর রাইডার্স ও ভিক্টোরিয়া। মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ১১টি।