৯ ফেডারেশনে অ্যাডহক কমিটির নাম ঘোষণা
জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে থাকা ৯টি ফেডারেশনের বর্তমান কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই ৯টি ফেডারেশন হলো— দাবা, ব্রিজ, হকি, অ্যাথলেটিকস, বাস্কেটবল, স্নুকার অ্যান্ড বিলিয়ার্ড, টেনিস, স্কোয়াশ ও কাবাডি।
গত ৩০ আগস্ট ক্রীড়াঙ্গনের বিভিন্ন ফেডারেশনে সংস্কারের উদ্দেশ্যে পুরোনো কমিটি বাতিল করে নতুন অ্যাডহক কমিটি গঠনের জন্য ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছিল। এই সার্চ কমিটি ফুটবল, ক্রিকেট ও অলিম্পিক অ্যাসোসিয়েশন ছাড়া ৫২টি ফেডারেশন/অ্যাসোসিয়েশনের সাবেক ও বর্তমান খেলোয়াড়–কর্মকর্তা, কোচ, রেফারিদের সঙ্গে আলোচনা করার পর এই ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটির নাম ঘোষণা করা হলো।
৯টি ফেডারেশনের নতুন এডহক কমিটির পূর্ণ তালিকা দেখে নিন
বাংলাদেশ হকি ফেডারেশন
সভাপতি: এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান
সহ সভাপতি: গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ আলমগীর (অব.), শাহিন মাহমুদ, আসিফ মাহমুদ।
সাধারণ সম্পাদক: লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান (অব.)।
যুগ্ম সম্পাদক: কাজী আবু জাফর তপন
কোষ্যাধ্যক্ষ: খাজা মাঞ্জের নাদিম
সদস্য: হোসেন ইমাম শান্টা, কাউছার আলী, শহিদ উল্লাহ দোলন, ইশতিয়াক সাদেক, বায়েজিদ হায়দার, বদরুল ইসলাম দিপু, মো. ইকবাল হোসেন, পারভীন নাছিমা পুতুল, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড প্রতিনিধি, নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড প্রতিনিধি ও বিকেএসপি প্রতিনিধি।
অ্যাথলেটিকস ফেডারেশন
সভাপতি: মেজর জেনারেল ড. নাঈম আশফাক চৌধুরী
সহ সভাপতি: বিকেএসপি ডিজি, আবদুন নাসের খান, মো. ইকবাল হোসেন
সাধারণ সম্পাদক: মো. শাহ আলম
যুগ্ম সম্পাদক: কিতাব আলী, মিজানুর রহমান
কোষাধ্যক্ষ: ড. সাব্বির আহমেদ খান
সদস্য: মজিবুর রহমান মল্লিক, ফরিদ খান চৌধুরী, ফিরোজা খাতুন, শর্মিষ্ঠা রায়, এমএম নজির আহমেদ, শিরিন আক্তার, মুজিবুর রহমান, মো. রিয়াজুল ইসলাম, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড প্রতিনিধি, নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড প্রতিনিধি ও বিমান ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড প্রতিনিধি।
বাস্কেটবল ফেডারেশন
সভাপতি : ডা. শামীম নেওয়াজ।
সহ সভাপতি: শাখাওয়াত হোসেন, আসিফ আজিজ।
সাধারণ সম্পাদক: মেজর (অব.) মোহাম্মদ আতিকুল হাফিজ।
যুগ্ম সম্পাদক: মোহাম্মদ ফয়সাল আজিম, আ স ম আনামুল হাসান তাইমুর।
কোষাধ্যক্ষ: মোহাম্মদ তানভীর তিতাস।
সদস্য: মো. জাহিদুল ইসলাম (বুলু), ইকবাল হোসেন এমি, জহির উদ্দিন, নাজমুল, ক্যাপ্টেন (অব.) ফজলুর রহমান, বেগম আসরিন মৃধা, আইয়ান আনোয়ার, অপূর্ব জাহাঙ্গীর, অনিরুদ্ধ তালুকদার বর্ণ।
টেনিস ফেডারেশন
সভাপতি: আবদুল হাই সরকার
সহ সভাপতি: আশরাফুজ্জামান খান (পুটন), মোহাম্মদ সেলিম, মোহাম্মদ শাকিল খান।
সাধারণ সম্পাদক: ইশতিয়াক আহমেদ।
যুগ্ম সম্পাদক: মুয়াম্মার আহমেদ, মোহাম্মদ আশিকুর রহমান।
কোষাধ্যক্ষ: এম এ জিন্নাহ।
সদস্য: মো. শফিকুল আলম, আশরাফ কায়সার, আবদুর রব শামীম, আহমেদ জিয়াউর রহমান, হোসনে আরা রিনা, মোহাম্মদ শরিফুল আলম, জহিরুল আলম ভূঁইয়া, সাজ্জাদ আলম, এম ফরিদ আহমেদ, অর্ণব সাহা ও বিকেএসপি প্রতিনিধি।
দাবা ফেডারেশন
সভাপতি: সৈয়দ সুজাউদ্দিন আহমেদ
সহ সভাপতি: ড. সোয়েব রিয়াজ আলম, ড. আরিফ দৌলাহ
সাধারণ সম্পাদক: তৈয়বুর রহমান সুমন
যুগ্ম সম্পাদক: লোকমান হোসেন মোল্লা (লাভলু), নাজনিন ইসলাম
কোষাধ্যক্ষ: মীর সাজেদ উল–বাশার
সদস্য: আবু সাঈদ চৌধুরী, আমিনুল ইসলাম, দুলাল মাহমুদ, রাহাত হোসেন, অনন্য রায়হান, শামীম আকন্দ, মো. আরিফুজ্জামান।
স্কোয়াশ ফেডারেশন
সভাপতি: মেজর জেনারেল মো. হাসান উজ জামান
সহসভাপতি: রাশেদ চৌধুরী, মীর্জা সালমান ইস্পাহানি
সাধারণ সম্পাদক: ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম (অব.)
যুগ্ম সম্পাদক: তারেক মাসুদ খান
কোষাধ্যক্ষ: কামরান টি রহমান
সদস্য: মেজর এম তানিম হাসান (অব.), এরশাদ হোসেন, রামজুল সিরাজ, ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গনি (অব.), ফাইয়াজ রহমান, সাজ্জাদ আরেফিন আলম, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড প্রতিনিধি, প্রাথমিক শিক্ষা ডিজি ও বিকেএসপি ডিজি/প্রতিনিধি।
বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশন
সভাপতি: ব্রিগেডিয়ার জেনারেল সরকার মুহাম্মদ শামসুদ্দিন (অব.)
সহসভাপতি: আজিজ আল মাসুদ, তাজবির সালেহিন
সাধারণ সম্পাদক: রিয়াসাত করিম ভূঁইয়া
যুগ্ম সম্পাদক: সুলতান মঈন আহমেদ রবিন
কোষাধ্যক্ষ: মনজুরুল হক মনজু
সদস্য স্কোয়াড্রন লিড মো. খালেদ বিন সালাম (অব.), নূর উদ্দিন জাভেদ, মো. হাসানুজ্জামান, নিজাম উদ্দিন আহমেদ, সুব্রি মোহাম্মদ, সাইফুস সামি আলমগীর, জাহেদুন নবী, আসিফ হানিফ ও শাহ নেওয়াজ শিপন।
কাবাডি ফেডারেশন
সভাপতি: মো. ময়নুল ইসলাম, আইজিপি
সহসভাপতি: হাফিজুর রহমান খান, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন, আবদুল্লাহ আল নোমান
সাধারণ সম্পাদ: এস এম নেওয়াজ সোহাগ
যুগ্ম সম্পাদক: আবদুল হক, গাজী মো. মোজাম্মেল হক
কোষাধ্যক্ষ: মনির হোসেন
সদস্য: মোহাম্মদ মনিরুজ্জামান, বি এম ইউসুফ আলী, শরিফ মোহাম্মদ আরিফ মিহির, আসাদুজ্জামান শাহিন, মাসুদুর রহমান চুন্নু, বাদশাহ মিয়া, সুবিমল চন্দ্র দাস, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড প্রতিনিধি, বিজিবি ক্রীড়া ও প্রশিক্ষণ বোর্ড প্রতিনিধি ও পুলিশ ক্রীড়া সংস্থা প্রতিনিধি।
ব্রিজ ফেডারেশন
সভাপতি: সৈয়দ মাহবুবুর রহমান।
সহসভাপতি: সাঈদ আহমেদ রবি, মো. আবুল কাশেম।
সাধারণ সম্পাদক: নাঈমুল হাসান
যুগ্ম সম্পাদক: মুহাম্মদ মনিরুল ইসলাম।
কোষাধ্যক্ষ: মো. জাহিদ হোসেন।
সদস্য: শাহ জিয়াউল হক, মো. শওকত হোসেন ভূঁইয়া, নাজমুল হক কিরন, আসিফুর রহমান রাজীব, শেখ আমিন, মাওলা আল মামুন, রাশেদুল হাসান রিপন, মো. আলাউদ্দিন, মোহাম্মদ এহসানুজ্জামান, মাহমুদুল হাসান সুমন ও তানভীর আহমেদ ইমন।