ভেঙে দেওয়া হলো দেশের সব ক্রীড়া সংস্থার কমিটি
দেশের ক্রীড়াঙ্গনে বদল আসবে, এমন স্বপ্ন সবার ছিল। ওপর মহল থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে তথাকথিত সংগঠকদের দাপটে উন্নয়ন হচ্ছিল না। চারদিকেই চলেছে হরিলুট। তবে, অন্তর্বর্তী সরকার আসার পর নজর দিচ্ছে ক্রীড়াঙ্গনে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে কাজের ঘোষণা দেওয়া হয়েছিল আগেই।
এই ধারাবাহিকতায় ভেঙে দেওয়া হলো সরকারের অধীনে থাকা দেশের সব ক্রীড়া সংস্থা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এমনটিই জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ক্রীড়া সংস্থাগুলোর কার্যক্রম সুষ্ঠু, সচল ও নির্বিঘ্ন রাখার প্রয়োজনে বিদ্যমান আইন অনুযায়ী সরকারের ওপর অর্পিত ক্ষমতাবলে ক্রীড়া সংস্থাগুলোর বর্তমান কমিটি ভেঙে দেওয়া হলো।
এতে উল্লেখযোগ্য সংস্থাগুলো হলো—বিভাগীয় ক্রীড়া সংস্থা, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা মহিলা ক্রীড়া সংস্থা।
পরবর্তীতে স্থানীয় প্রেক্ষাপটে সর্বজন গ্রহণযোগ্য ক্রীড়ানুরাগী ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে স্ব-স্ব ক্ষেত্রে অ্যাডহক কমিটি গঠন করে অনুমোদনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।