বছরের শেষ সিরিজে জিততে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/11/21/windies-cricket.jpg)
ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হতে বাকি আর একদিন। আগামীকাল শুক্রবার (২২ নভেম্বর) শুরু হবে দুদলের প্রথম টেস্ট। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে মাঠে নামার আগে ওয়েস্ট ইন্ডিজের চাওয়ায় শুধুই জয়। ভালোভাবে সিরিজ শুরু করার কথা জানিয়েছেন ক্যারিবীয়দের কোচ আন্দ্রে কুলি।
সিরিজ শুরুর আগে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলেচছে দুদল। তাতে, প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে, সিরিজে বাংলাদেশ বাধা ঠিকভাবে পার করতে চায় স্বাগতিকরা। ঘরের মাঠে বছরের শেষ সিরিজ জয় দিয়ে শেষ করার প্রত্যয় তাদের।
ওয়েস্ট ইন্ডিজ কোচ বলেন, ‘আমরা চাই বাংলাদেশের বাধা সুন্দরভাবে পার হতে। সিরিজটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অনুশীলনে আমাদের বেশকিছু চমৎকার সেশন কেটেছে। দলের সবাই ফিট আছে। মানসিক দিক থেকেও তারা দারুণ। আমাদের এখন ভালোভাবে বছরটি শেষ করার পরিকল্পনা করতে হবে। এদিক থেকে সিরিজটি গুরুত্বপূর্ণ।’
সিরিজ শুরুর আগে পিছিয়ে আছে দুদলই। যার যার সর্বশেষ টেস্ট সিরিজে দুদলই হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। মিল আছে আরেক জায়গায়। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ উভয় দলই খেলেছে ঘরের মাঠে। ফারাক শুধু ব্যবধানে। বাংলাদেশ হয়েছে ২-০ তে ধবলধোলাই। ক্যারিবীয়রা হেরেছে ১-০ তে। এক ম্যাচ ড্র করতে পেরেছিল তারা।