দেড়শতে অলআউটের পর অস্ট্রেলিয়ার ঘুম হারাম করল ভারত
পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার পেসারদের সামনে রীতিমতো মুখ থুবড়ে পড়ে ভারত। জশ হ্যাজেলউড-প্যাট কামিন্সদের বোলিংয়ে ভারত গুঁড়িয়ে যায় স্রেফ ১৫০ রানে! নিজেরা দ্রুত অলআউটের পর অস্ট্রেলিয়ার ঘুমও হারাম করে ছেড়েছে সফরকারীরা। পরের ইনিংসে ব্যাট করতে নামা অসিদের ৫৯ রানেই ৭ উইকেট তুলে নিয়েছে ভারত। মোট ১৭ উইকেট পড়ার পার্থ টেস্টের প্রথম দিন ছিল ভারত-অস্ট্রেলিয়ার বোলারদের।
বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ৬৭ রান। ৮৩ রানে পিছিয়ে থেকে আগামীকাল শনিবার টেস্টের দ্বিতীয় দিন শুরু করবে অসিরা।
অস্ট্রেলিয়ার ব্যাটারদের সবকটি উইকেটই নিয়েছেন ভারতীয় পেসাররা। ৭ উইকেটের মধ্যে ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন জাসপ্রতি বোমরাহ। ১৭ রানে দুইটি নেন মোহাম্মদ সিরাজ। একটি নেন হার্শিত রানা।
এর আগে অপ্টাস স্টেডিয়ামের ঘাসের উইকেটে আগে ব্যাট করতে নেমে ১৫০ রানে অলআউট হয় ভারত। তাদের সবগুলো উইকেটও নেন অসি পেসাররা। দলের হয়ে ৪ উইকেট নেন জশ হেইজেলউড। স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শের প্রাপ্তি দুটি করে।
ব্যাট হাতে কোহলি-জয়সওয়ালরা দাঁড়াতেই পারেননি। সর্বোচ্চ ৪১ রান করেছেন নিতিশ রানা। ৩৭ রান এসেছে রিশাভ পন্থের ব্যাট থেকে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৪৯.৪ ওভারে ১৫০ (জয়সওয়াল ০, রাহুল ২৬, পাডিক্কাল ০, কোহলি ৫, পন্থ ৩৭, জুরেল ১১, ওয়াশিংটন ৪, নিতিশ ৪১, হার্শিত ৭, বুমরাহ ৮, সিরাজ ০*; স্টার্ক ১১-৩-১৪-২, হেইজেলউড ১৩-৫-২৯-৪, কামিন্স ১৫.৪-২-৬৭-২, লায়ন ৫-১-২৩-০, মার্শ ৫-১-১২-২)।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৭ ওভারে ৬৭/৭ (খাজা ৮, ম্যাকসুয়েনি ১০, লাবুশেন ২, স্মিথ ০, হেড ১১, মার্শ ৬, কেয়ারি ১৯*, কামিন্স ৩, স্টার্ক ৬*; বুমরাহ ১০-৩-১৭-৪, সিরাজ ৯-৬-১৭-২, হার্শিত ৮-১-৩৩-১)।