২৬৯ রানেই ইনিংস ঘোষণা বাংলাদেশের
ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশের নিত্যসঙ্গী। টানা চার সিরিজ হারার পর অ্যান্টিগাতেও একই ব্যর্থতার বৃত্তে আটকা বাংলাদেশ। ব্যাটারদের ভরাডুবির পর আজ সোমবার (২৫ অক্টোবর) কঠিন চ্যালেঞ্জ নিয়ে চতুর্থ দিনের লড়াইয়ে নেমেছে বাংলাদেশ।
আজ ১৮১ রানে পিছিয়ে থেকে ব্যাটিং করতে নামার কথা বাংলাদেশের। উইকেটে ছিলেন শেষ দুই ব্যাটার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। দুই বোলার এখন বাংলাদেশকে কিছুটা টানতে পারেন কিনা সেটাই দেখার ছিল।কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশ তাসকিন-শরিফুলকে ব্যাটিংয়ে নামায়নি। বরং আগের দিনের ২৬৯ রানেই ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।
আলোকস্বল্পতা কারণে গতকাল তৃতীয় দিনও আগেভাগে শেষ লড়াই। তাতে ৭৮ ওভার ব্যাট করে দিন শেষে বাংলাদেশ তোলে ৯ উইকেটে ২৬৯ রান। দিন শেষে উইকেটে ১১রানে ছিলেন তাসকিন আহমেদ ও ৫ রানে অপরাজিত শরিফুল আহমেদ। ১৮১ রানে পিছিয়ে থেকে আজ দিনের লড়াই শুরু করার কথা বাংলাদেশের। তবে সেটা আর হয়নি। শেষ পর্যন্ত ১৮১ রানে এগিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫৩ রান করেন জাকের আলি। মুমিনুল হক করেন ৫০। আর লিটনের ব্যাট থেকে আসে ৪০ রান।
অন্যদিকে প্রথম ইনিংসে ব্যাট করে জাস্টিন গ্রিভসের সেঞ্চুরিতে স্কোরবোর্ডে ৪৫০ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৪ সালের পর ঘরের মাঠে এটিই তাদের সর্বোচ্চ ইনিংস। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া গ্রিভস শেষ পর্যন্ত ১১৫ রানে অপরাজিত থেকে উইকেট ছাড়েন।