যুব এশিয়া কাপে পাকিস্তানের কাছে হেরে গেল ভারত
পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেলতে যাওয়া নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলছেন কেউ কেউ। এমন অনিশ্চয়তার মাঝেই যুব এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। মর্যাদার লড়াইয়ে শেষ হাসিটা হেসেছে পাকিস্তানের যুবারা।
গতকাল শনিবার (৩০ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৮১ রান তোলে পাকিস্তান যুব দল। দলের হয়ে সর্বোচ্চ ১৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ওপেনার শাহজাইব খান। জবাব দিতে নেমে ৪৭.১ ওভারে ২৩৮ রানে অলআউট হয় ভারতীয় যুবারা। যার ফলে দারুণ জয়ে এশিয়া কাপের শুরু হলো পাকিস্তানের।
এর আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দু’দলের মধ্যে ১২টি ম্যাচ হয়েছিল। ভারত জিতেছিল ৯টি। পাকিস্তান ৩টি। পরিসংখ্যানে ভারত এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে আধিপত্য ছিল পাকিস্তানের।
এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার শাহজাইব খান ও উসমান খান পাকিস্তানের জয়ের ভিত গড়ে দেন। শাহজাইব আক্রমণাত্মক ক্রিকেট খেলছিলেন। অন্য প্রান্তে উসমান ধরে খেলছিলেন। প্রথম ৩০ ওভারে পাকিস্তানের কোনও উইকেট ফেলতে পারেননি ভারতীয় বোলাররা। ওপেনিং জুটিতে ১৬০ রান করেন এই দুইজন।
৬০ রান করে উসমান আউট হলেও শাহজাইব নিজের ব্যাটিং চালিয়ে যেতে থাকেন। শতরান করেন তিনি। শেষ পর্যন্ত ১৪৭ বলে ১৫৯ রান করে আউট হন শাহজাইব। ৫টি চার ও ১০টি ছক্কা মারেন তিনি। শেষ দিকে টানা উইকে হারিয়ে ২৮১ রানে থামে পাকিস্তান।
পাকিস্তানের মতো ভালো শুরু করতে পারেনি ভারত। আইপিএলে দল পাওয়া ১৩ বছরের বৈভবের কাঁধে দায়িত্ব ছিল। কিন্তু সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ তিনি। ২৮ রানের মাথায় ২ উইকেট হারায় ভারতীয় যুবারা। আয়ুশ ২০ রান করলেও, আরেক ওপেনার বৈভব ১ রানে আউট হয়ে যান। এর বাইরে ভারতের বড় জুটি বলতে কেবল ৫৩ রান এসেছে ষষ্ঠ উইকেটে। ১৯০ রানে ৯ উইকেট পড়ে যায় ভারতের। তখনও ১০ ওভার খেলা বাকি ছিল। দেখে মনে হচ্ছিল, অনেক তাড়াতাড়ি অল আউট হয়ে যাবে দল। সেখান থেকে দলের সম্মান বাঁচালেন এনান-যুধাজিৎ জুটি। কিন্তু দলকে জেতাতে পারলেন না তারা। যার ফলে ২৩৮ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস।