তাইজুলের ঘূর্ণিতে দ্বিতীয় সেশনেও বাংলাদেশের দাপট
দিনের দ্বিতীয় সেশনে খেলা হয়েছে ২৯.৪ ওভার। ওয়েস্ট ইন্ডিজ করেছে ১১০ রান, বাংলাদেশ তুলে নিয়েছে ৩ উইকেট। মোটের ওপর চতুর্থ দিনের চা বিরতির সময় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের রান ৪ উইকেটে ১৩৩। জয়ের জন্য ক্যারিবীয়দের দরকার আরও ১৫৪ রান, বাংলাদেশের দরকার ৬ উইকেট।
এর আগে, টানা দ্বিতীয় ওভারে উইকেট নেন তাইজুল। অ্যাথানাজ কভারের দিকে ড্রাইভ করতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হয়ে ফেরেন। ১১ বলের মধ্যে দুজনকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে ফেলে ৪ উইকেট।
আর এর ঠিক আগে মিডল স্টাম্পে পড়া বল টার্ন করে বেরিয়ে যাওয়ার সময় সামনে পা বাড়িয়ে রক্ষণাত্মক খেলতে চেয়েছিলেন ব্র্যাথওয়েট। বল তার ব্যাট ছুঁয়ে চলে যায় স্লিপের ডান দিকে। প্রথম স্লিপ থেকে ডান দিকে দৌড়ে ডাইভিংয়ে ভালো ক্যাচ নেন মাহমুদুল হাসান। ব্রাফেট ফেরেন ৬৩ বলে ৪৩ রান করে।
এই ম্যাচ জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে ২৮৭ রান করতে হবে। বিরতির আগে ১ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩ রান। চতুর্থ দিনের সকালটা ব্যাট-বলে নিজের করে নিয়েছে বাংলাদেশ। জাকের আলীর বীরত্বপূর্ণ ৯১ রানে বাংলাদেশ ২৮৬ রানের লিড পায়।