জিততে হলে পারফর্ম করার বিকল্প নেই, জানালেন মিরাজ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ দুই ওয়ানডে সিরিজে জিতেছে বাংলাদেশ। ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেতে বাংলাদেশ সবচেয়ে সাবলীল। নিজেদের পছন্দের ফরম্যাটে ক্যারিবীয়দের বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যান কথা বলছে সফরকারীদের হয়েই। মুখোমুখি শেষ পাঁচ লড়াইয়ে বাংলাদেশ হেসেছে জয়ের হাসি।
বাংলাদেশের বিপক্ষে ২০২২ সালে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ২০২১ সালে বাংলাদেশ সফরে গিয়েও হেরেছে সিরিজ। সেদিক থেকে তুলনামূলক খর্বশক্তির ক্যারিবীয়দের চেয়ে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন অনেকে।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আজ রোববার (৮ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। জয়ের লক্ষ্য নিয়ে ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এগিয়ে রাখলেন দলকে। পাশাপাশি জানালেন, জিততে হলে পারফর্ম করার বিকল্প নেই। ভালো করতে হবে সবাইকে।
মিরাজ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে এর আগে যখন খেলতে এসেছিলাম, আমরা অধিকাংশ ম্যাচ জিতেছি। ২০২২ সালে এখানে যে সিরিজটি খেলেছিলাম, সেটিও জিতেছি। তবে, আমাদের জন্য একটু চ্যালেঞ্জ আছে। কারণ, কয়েকজন খেলোয়াড় চোটের কারণে দলে নেই। নতুন যারা সুযোগ পাবে, তাদের জন্য এটি সুযোগ নিজেদের মেলে ধরার। জিততে হলে পারফর্ম করার বিকল্প নেই।’