বড় হারের লজ্জা, তারকা পেসারকে দলে ফেরাচ্ছে ভারত
পার্থ টেস্টে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। সেই হারের বদলা অ্যাডিলেডে নিল স্বাগতিকরা। মাত্র আড়াই দিনের মধ্যে তুলে নিল দাপুটে এক জয়। এই ম্যাচকে একপেশে বললেও ভুল হবে না। কারণ ভারতকে যে লড়াইয়ের সুযোগই দেয়নি অসিরা। এমন লজ্জার হারের পর তারকা পেসারকে দলে ভেড়াল ভারত।
তৃতীয় দিনে যে অ্যাডিলেড টেস্ট শেষ হচ্ছে, সেই আভাস মিলেছিল আগেই। তাই বলে এত কম রানের লক্ষ্য পাবে অসিরা, সেটা অনেকেই ভাবেনি। অনেকটা আনুষ্ঠানিকতা সারতে নেমে খুব বেশি সময় নেয়নি প্যাট কামিন্সের দল। ভারতকে ১০ উইকেটে গোলাপি বলের টেস্টে হারাল তারা। এতে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে এলো ১-১ সমতা।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ভারতীয় ব্যাটাররা। মাত্র ১৭৫ রানে থামে অসিদের ইনিংস। এতে মাত্র ১৯ রানের লক্ষ্য দাঁড়ায় অস্ট্রেলিয়ার সামনে। ৩.২ ওভারে ওই রান তুলে নেন অসি ওপেনাররা। বলের হিসেবে এই টেস্টের আয়ু ছিলো ১০৩১। যা দুই দলের মধ্যেকার সবচেয়ে সংক্ষিপ্ততম টেস্ট।
৫ উইকেটে ১২৮ রান নিয়ে দিন শুরু করা ভারত কোন রান যোগ করার আগেই হারায় রিশভ পান্তের উইকেট। ৩১ বলে ২৮ করা কিপার ব্যাটার মিচেল স্টার্কের বলে ক্যাচ দেন স্লিপে। এরপর ভারতের গুটিয়ে যাওয়া ছিল স্রেফ সময়ের ব্যাপার। অবশ্য এমন জয়ের ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ট্রাভিস হেড। প্রথম ইনিংসে ১৪১ বলে ১৪০ রানের ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। এরপর বাকি কাজটা করেন অসি পেসাররা।
দিবারাত্রির এই টেস্টে হারের পর বড়সড় সিদ্ধান্ত নিল ভারত। চোট কাটিয়ে ওঠায় দলে ফেরানোর হচ্ছে পেসার মোহাম্মদ শামিকে। অবশ্য লম্বা সময় আগে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও আন্তর্জাতিক অঙ্গনে কবে ফিরবেন তিনি, সেই বিষয়টি নিয়ে ছিল অনিশ্চয়তা। অবাক করার মতো বিষয় হলো বোর্ডার-গাভাস্কার ট্রফির ভারতীয় দলে তিনি ছিলেন না। তবে, পেসাররা খুব একটা সুবিধা করতে না পারায় এবার তাকে উড়িয়ে নেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ায়। ইতোমধ্যেই সেখানে শামির কিট পৌঁছে গেছে। সৈয়দ মুশতাক আলী ট্রফি শেষ করেই উড়াল দেবেন শামি।