জুটি গড়ে দলকে টানছেন মাহমুদউল্লাহ-জাকের
মিরাজের বিদায়ের পর রানের গতি কমে যায় বাংলাদেশের। তবে, জাকের-মাহমুদউল্লাহ জুটি চাপ সামলে ফের বড় সংগ্রহের লক্ষ্যে ব্যাট করছেন। ৩৮তম ওভারের শেষ বলে গুড়াকেশ মোতিকে লং অনের ওপর দিয়ে লম্বা এক ছক্কা মেরেছেন মাহমুদউল্লাহ। এই ছক্কায় বাংলাদেশ দলের রান ২০০ পেরিয়েছে।
রান আউটে ফিরলেন মিরাজ
একই সিরিজে টানা দুইবার সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম ওয়ানডের পর তৃতীয় ওয়ানডেতেও দারুণ ছন্দে ছিলেন মিরাজ, তবে ভাগ্য সহায় হয়নি। দলীয় ১৭১ রানের মাথায় রান আউট হয়ে ফিরলেন সাজঘরে। আউট হওয়ার আগে খেলেন ৭৩ বলে ৭৭ রানের দারুণ ইনিংস। মিরাজের বিদায়ে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ। ৩৮ ওভার শেষে স্কোর ২০৫ রান।
সৌম্যর বিদায়ে ভাঙল চমৎকার জুটি
প্রথম ওয়ানডের পর তৃতীয় ওয়ানডেতেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বাংলাদেশের ব্যাটাররা। দুই ব্যাটার লিটন-তামিম রান না পেলেও সৌম্য-মিরাজ জুটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। দলীয় ৯ রানের মাথায় দুই উইকেট হারালেও এই দুইজন গড়েন ১৩৬ রানের জুটি। অবশেষে দলীয় ১৪৫ রানের মাথায় সাজঘরে ফেরেন সৌম্য। ৭৩ বলে ৭৩ রান করে আউট হন এই বাঁহাতি ব্যাটার।
১০০ পেরিয়ে ছুটছে বাংলাদেশ, সৌম্য-মিরাজের ফিফটি
৯ রানের মধ্যে ২ উইকেট পড়ে যাওয়ার পর জুটি গড়েছেন সৌম্য সরকার ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দুজনের পাল্টা আক্রমণে দারুণ অবস্থানে বাংলাদেশ। এরই মধ্যে দলীয় শতরান পূরণ করেছেন তারা। মিরাজের পর ফিফটি তুলে নিয়েছেন সৌম্য সরকার। দুইজনের জুটিও একশ ছাড়িয়েছে। সবমিলিয়ে বড় সংগ্রহের স্বপ্নে বাংলাদেশ। ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১০৭ রান।
মিরাজ-সৌম্য জুটিতে এগোচ্ছে বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেছেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। দলীয় ৯ রানের মাথায় এই দুই ব্যাটারের বিদায়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ সামালের দায়িত্ব নেন অধিনায়ক মিরাজ ও ওপেনার সৌম্য সরকার। এই দুইজনের ব্যাটে ১৫ ওভারে এরইমধ্যে দলীয় সংগ্রহ ৭৫ ছাড়িয়েছে।
শূন্যতে সাজঘরে লিটন-তানজিদ
গত ১০ বছরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার কোনো সিরিজে হোয়াইটওয়াশের শঙ্কা বাংলাদেশের সামনে। ২০১৪ সালের সফরে তারা হেরেছিল ৩-০ ব্যবধানে। প্রথম দুই ম্যাচে এক সঙ্গে তিন বিভাগে জ্বলে উঠতে পারেনি বাংলাদেশ। এর মাশুল দিতে হয়েছে ১০ বছরের মধ্যে প্রথমবারে মতো ক্যারিবিয়ানদের বিপক্ষে কোনো ওয়ানডে সিরিজ হেরে। হোয়াইটওয়াশ এড়াতে তিন বিভাগেই নিজেদের সেরাটা দেওয়ার চ্যালেঞ্জ মিরাজদের সামনে। যদিও শুরুটা ভালো হয়নি। রানের খাতা না খুলেই ফিরেছেন লিটন দাস ও তানজিদ তামিম
একাদশে তিন পরিবর্তন
দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে এসেছে তিন পরিবর্তন। তিন পেসার নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিম সাকিব বিশ্রামে। তাদের পরিবর্তে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ একাদশে এসেছেন।
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
পরপর দুই ম্যাচে 'টেলস' ডাকলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু মুদ্রায় উঠল 'হেডস।' পরপর দুই ম্যাচ টস হারলেন বাংলাদেশ অধিনায়ক। তবে সিদ্ধান্ত একই রাখলেন শেই হোপ। টস জিতে সফরকারীদের আগে ব্যাটিংয়ে পাঠালেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। আগের দুই ম্যাচের ব্যবহৃত উইকেটে শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ে ভালো করার আশা মিরাজের।