প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টি-টোয়েন্টি সংস্করণে এমনিতেই বাংলাদেশ খুব ধারাবাহিক নয়। এই বছরের পারফরম্যান্সও খুব আশা জাগনিয়া নয়। এ বছর ২১ ম্যাচে জয় আছে কেবল ৯টি। সিরিজ হারতে হয়েছে শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও পারফরম্যান্স ছিল না প্রত্যাশিত। বছরের শেষ সিরিজ খেলতে ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে সফরকারীরা।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টের আর্নেস ভেলে স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক রোভম্যান পাওয়েল । এই উইকেটে আগে ব্যাট করলেও ১৮০ রান হতে পারে বলে জানিয়েছেন লিটন। ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯ বার হেরেছে বাংলাদেশ। আর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৮টি টি-টোয়েন্টিতে খেলে হেরেছে ৪টি। টেস্ট সিরিজ ড্র করলেও বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছে ওয়ানডে সিরিজে।
নিয়মিত অধিনায়ক শান্তর অবর্তমানে কুড়ি ওভারের নেতৃত্ব পেয়েছেন লিটন। কিন্তু এই অধিনায়কের সাম্প্রতিক পারফরম্যান্স খুবই নাজুক। নিজের সর্বশেষ সাত ওয়ানডে ইনিংসের একটিতেও দুই অঙ্কে পৌঁছাতে পারেননি তিনি। এই অবস্থায় দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে কতখানি পারবেন, সেটিই দেখার!
সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে হবে সিরিজের সবকটি ম্যাচ। ১৮ ও ২০ ডিসেম্বর পরবর্তী দুটি টি-টোয়েন্টি ম্যাচও এখানে হবে। চলতি বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটি সেন্ট ভিনসেন্টে খেলে বাংলাদেশ। যদিও আফগানিস্তানের কাছে ম্যাচটি হেরে বিদায় নেয়। রঙিন পোশাকে শেষটা বাংলাদেশ কেমন করে সেটাই দেখার।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, শামীম হোসেন পাটোয়ারি, তানজিদ তামিম, সৌম্য সরকার, আফিফ হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শেখ মেহেদী, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।