ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইপর্বে অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলছে আর্জেন্টিনা। কনমেবল অঞ্চলে শীর্ষে আছে দলটি। ২০২৬ বিশ্বকাপে জায়গা পাওয়া নিয়ে নেই তেমন সন্দেহ। লড়াইটা এগিয়ে যাওয়ার। সেই প্রত্যয় নিয়ে আগামীকাল শনিবার (২২ মার্চ) উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।
চোটের কারণে এই ম্যাচে দলে নেই লিওনেল মেসি। তার ওপর ম্যাচ হবে অ্যাওয়ে। উরুগুয়ের মাঠ স্তাদিও সেঞ্চেনারিওতে আলবিসেলেস্তেদের জন্য ম্যাচটি তাই একেবারে সহজ হবে না। বিশ্বকাপ বাছাইয়ের লাতিন অঞ্চলে উরুগুয়ে আছে তিন নম্বরে। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২০। ১ ম্যাচ বেশি খেলে ব্রাজিলের পয়েন্ট ২১, তারা আছে দুইয়ে। আর্জেন্টিনাকে হারাতে পারলে উরুগুয়ে উঠবে দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১২ ম্যাচে ২৫।
সচরাচর ম্যাচের একদিন আগে একাদশ ঠিক করে ফেললেও এই ম্যাচে কারা শুরু করবেন, সেটি এখনও নিশ্চিত করেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। একাধিক চোট সমস্যা আকাশী-নীল শিবিরে। মেসির পাশাপাশি নেই পাওলো দিবালা ও লাউতারো মার্টিনেজ। সবমিলিয়ে একাদশ সাজাতে খানিকটা হিমশিম খাচ্ছেন স্কালোনি।
এমিলিয়ানো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস ওতামেন্দিদের ওপর ভারসা রাখছেন কোচ। আর দলটি আর্জেন্টিনা বলেই হয়তো ভরসা রাখছেন ভক্তরা।