রেকর্ড গড়ে আরেক ধাপ এগোলেন মদ্রিচ
লুকা মদ্রিচ এখনও রিয়াল মাদ্রিদের প্রাণ। বয়স ৪০ ছুঁই ছুঁই। তবু, তাকে ছাড়া নিঃশ্বাস বন্ধ হয় ক্লাবটির। তার ভীষণ গতি নেই, আছে মেধা। মাঝমাঠে জাদু দেখানোর অসীম ক্ষমতা। কোন মন্ত্রবলে ফিট আছেন, তা মদ্রিচ জানেন। তবে, তার সেই মন্ত্র তাকে বানিয়েছে কিংবদন্তি।
ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন প্রায় এক যুগ ধরে। রিয়ালের জার্সি গায়ে জিতেছেন ২৮টি শিরোপা। যা ব্যক্তিগতভাবে ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ। সর্বশেষ আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জিতেছেন ইন্টারকন্টিনেন্টাল কাপ।
২০১২ সালে রিয়ালে আসার পর থেকে এখন পর্যন্ত মদ্রিচ জিতেছেন ৬টি চ্যাম্পিয়নস লিগ। ক্লাব হিসেবেই মদ্রিচের চেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগ আছে কেবল এসি মিলানের। পাঁচটি করে জিতেছেন স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাপ বিশ্বকাপ। চারটি লা লিগা, দুটি কোপা দেল রে ও একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ। সব ধরণের টুর্নামেন্ট মিলিয়ে মাদ্রিদের জার্সিতে ৫৩৯ ম্যাচে মাঠে নেমেছেন তিনি।
প্রথমে পেছনে ফেলেছেন কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে। এরপর সার্জিও দানি কার্ভাহাল ও নাচোকে। এবার পেছনে ফেললেন সবাইকে। রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে বেশি ২৮টি শিরোপা জিতেছেন মদ্রিচ। অথচ এই মদ্রিচই কি না ছিলেন লা লিগায় রিয়াল মাদ্রিদের সবচেয়ে বাজে সাইনিং। যাকে দলে নেওয়ায় প্রেসিডেন্ট পেরেজের সমালোচনায় মুখর ছিল সব।
মদ্রিচ গড়ে যাচ্ছেন একের পর এক রেকর্ড। তিনি অনেকটা ওয়াইনের মতো। বয়স যত বাড়ছে, সময় যত গড়াচ্ছে, তার ঝাঁঝ তত বাড়ছে! বছরের সব থেকে জঘন্যতম সাইনিং থেকে হয়েছেন বিশ্বসেরা ক্লাবের প্রাণভোমরা।