লম্বা সময়ের জন্য মাঠের বাইরে স্টোকস
দুইমাস বাকি থাকতেই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ইংল্যান্ড। সেই দলে কেন রাখা হয়নি তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে। সেটি শুরুতে জানা না গেলেও এবার আনুষ্ঠানিকভাবে মুখ খুলল ইসিবি। বড় ধরনের চোটে পড়েছেন এই তারকা ক্রিকেটার। প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার। যার ফলে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফিতে তার খেলা হবে না।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে ইসিবি জানায়, ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি ও ভারত সফরে সাদা বলের সিরিজ থেকে ছিটকে গেছেন। এরপরে আরও বিশদভাবে খতিয়ে দেখা গেছে, চোট সারাতে জানুয়ারি মাসে স্টোকসকে যেতে হবে অস্ত্রোপচারের মধ্য দিয়ে।
ওই বিবৃতিতে আরও জানানো হয়, গত সপ্তাহে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট চলাকালীন চোটে পড়েন স্টোকস। এই চোটে দ্বিতীয় ইনিংসে তিনি আর ব্যাট করতে পারেননি, ইংল্যান্ড ৪২৩ রানে। যদিও সিরিজ জয় নিশ্চিত করে ২-১ ব্যবধানে। চোটের কারণে চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজও খেলা হয়নি তার।
হুট করে স্টোকসের না থাকাটা কোনো প্রভাব ফেলবে না ইংল্যান্ডের টেস্ট দলে। আগামী মে মাসের আগে কোনো টেস্ট নেই দলটির। অবশ্য এই চোটের কারণেই ভারত সফরে ও এরপর চ্যাম্পিয়নস ট্রফির ওয়ানডে দলে স্টোকসকে বিবেচনা করেনি ইসিবি। স্টোকসকে পাবে না এসএটোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি এমআই কেপটাউনও। কবে নাগাদ মাঠে ফিরবেন তিনি, সেটি এখনও নিশ্চিত নয়।