এক বলে ১৫ রান, খুলনার বোলারের ভুতুড়ে ওভার
ব্যাট হাতে ২০৩ রানের বিশাল সংগ্রহ করে খুলনা টাইগার্স। রান তাড়ায় নামা প্রতিপক্ষ চিটাগং কিংসের উইকেট তুলে নেয় প্রথম বলেই। ওশান থমাসের বলে ক্যাচ তুলে দেন চিটাগং ওপেনার নাঈম ইসলাম। আম্পায়ার নো বলের কল দিলে বেঁচে যান নাঈম। এটি খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এরপর যা হলো, তা অস্বাভাবিক। থমাসের পরের পাঁচ বল থেকে ১৫ রান আসে। তবে, নো আর ওয়াইডের মহড়ায় ঠিকঠাক বল কাউন্ট হয় মোটে একটি।
প্রথমটি নো হওয়ার পরের বলে কোনো রান আসেনি। সেই ডটের পরের বলটি আবারও নো করেন থমাস। এবার সেটি ছক্কায় পরিণত করেন নাঈম। আসে সাত রান। পরের দুই বল টানা ওয়াইড। থমাস একটু সময় নিয়ে পরবর্তী ডেলিভারিটি করতে আসেন। ভাগ্য খারাপ হলে যা হয়। নো বলে চার হয় সেটি, মোট রান পাঁচ।
গোটা একটি ওভার করেও থমাসের ডেলিভারি সংখ্যা তখনও এক। আর এই এক বলে চিটাগং স্কোরবোর্ডে জমা করে ১৫ রান। সেই ছয় বলের হিসাব এমন—নো, ডট, নো সিক্স (সাত), ওয়াইড, ওয়াইড, নো ফোর (পাঁচ)। একই ওভারে আরও একটি নো বল করেন থমাস। সবমিলিয়ে আসে ১৮ রান।
হতাশার মাঝেও অবশ্য একটি উইকেট তুলে নেন থমাস। প্রথম ওভারের পঞ্চম ডেলিভারিতে নাঈম ইসলামকে আউটি করতে পারেন তিনি।