সাকিব-মাশরাফীদের দেখে রাজনীতির শখ মিটে গেছে আফ্রিদির
মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান—নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা তারকাদের মধ্যে অন্যতম। কী ছিল না এদের; যশ, খ্যাতি, দর্শকদের ভালোবাসা আর বাংলাদেশের হয়ে একাধিক রেকর্ড। তবুও যুক্ত হয়েছিল ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে। ফলাফল হত্যা মামলার আসামি। জাতীয় দলের এই দুই নক্ষত্রের এমন পরিণতি দেখে রাজনীতি করার শখই মিটে গেছে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদির।
গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দেশসেরা ক্রিকেটার তামিম আফ্রিদিকে জিজ্ঞেস করেন, তার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা আছে কি না?
জবাবে আফ্রিদি অনেকটা মজার ছলে জানান, ‘আরে তোমাদের অবস্থা তো দেখতেছি, আমি (রাজনীতিতে) আসতেছি না।’ আফ্রিদির এমন কথায় উপস্থিত অন্য ক্রিকেটাররাও হেসে ওঠেন।
২০১৮ সালে মাশরাফী ও ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য হয়েছিলেন সাকিব আল হাসান। দুই মেয়াদে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন মাশরাফী। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুথানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এতে বিপাকে পড়েন এই দুই ক্রিকেটার। হামলা হয় মাশরাফীর নড়াইলের বাড়িতে। আর হত্যা মামলার আসামি হয়েছেন সাকিব আল হাসান। মাঝে শেষ টেস্ট খেলতে দেশে ফেরার চেষ্টা করেন সাকিব। তবে সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। সাকিবকে খেলাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে কথাও বলবে বিসিবি, এমনটাই জানিয়েছেন বিসিবিপ্রধান ফারুক আহমেদ।