সোমবার সিলেটে ছড়াবে বিপিএলের রং
রান উৎসবের মধ্য দিয়ে শেষ হয়েছে বিপিএলের প্রথম পর্ব। এবার চায়ের শহর সিলিটে গড়াবে দেশের সবচেয়ে জমজমাট ঘরোয়ার লিগটির দ্বিতীয় পর্ব। আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) স্বাগতিক দল সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে সিলেটে ছড়াবে বিপিএলের রং।
সিলেট পর্বের প্রথম দিন থেকেই যথারীতি গড়াবে দুটি করে ম্যাচ। দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় মুখোমুখি হবে সিলেট-রংপুর। সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশাল।
সিলেট পর্ব শুরুর আগে টেবিলের শীর্ষে আছে রংপুর। টানা তিন ম্যাচের সবগুলো জিতে ৬ পয়েন্ট পেয়েছে তারা। শীর্ষে থেকে তারা কাল মুখোমুখি হবে সিলেটের। যারা এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি। প্রথম ম্যাচ খেলে সেটিতে হেরে তাদের অবস্থান তলানিতে। সুতরাং প্রথম ম্যাচেই লড়াইটা হবে টেবিল টপার ও টেবিলের সবার নিচে থাকা দুদলের।
অন্যদিকে সমান দুই পয়েন্ট নিয়ে মুখোমুখি হবে ফরচুন বরিশাল রাজশাহী। তাদের দুদলেরই লক্ষ্যই এগিয়ে যাওয়ার।
ঢাকায় একদিনের বিরতিতে চার দিনে ম্যাচ হয়েছে ৮টি। যেখানে সবমিলিয়ে ২৬৪৮ রান হয়ে । ম্যাচ প্রতি রানের গড় ৩৩১। এর আগের দুই বিপিএল থেকে রানের হিসেবে এবারের বিপিএল বেশ এগিয়ে।
প্রথম পর্ব শেষে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই এগিয়ে দেশীয় ক্রিকেটাররা। তিন ম্যাচে ১৪৬ রান নিয়ে ঢাকা পর্ব শেষে সবার উপরে আছেন এনামুল হক বিজয়। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন উসমান খান ও থিসারা পেরেরা। দুজনের সংগ্রহই ১৪১ রান। তবে উসমান খান ১৪১ রান করেছেন দুই ম্যাচে, পেরেরা করেছেন তিন ম্যাচে।
বোলিং বিভাগেও শীর্ষে আছে বাংলাদেশি তারকা তাসকিন আহমেদ। ১২ উইকেট নিয়ে সবার উপরে আছেন তিনি। দুই আছেনর খুশদিল শাহ। তার সংগ্রহ সাত উইকেট। ৬ উইকেট নিয়ে তিনে আছেন নাহিদ রানা।
ব্যাটিংয়ের পাশাপাশি স্ট্রাইকরেটও এখন পর্যন্ত দারুণ ব্যাটারদের। সর্বোচ্চ ২২৯ স্ট্রাইকরেটে রান করেছেন পাকিস্তানের ফাহিম আশরাফ। বাংলাদেশিদের মধ্যে মাহিদুল ইসলাম অঙ্কন ২০৬.৮১, শামীম হোসেন ১৯৫.১২, মাহমুদউল্লাহ রিয়াদ ১৯৪ ও নুরুল হাসান সোহান ১৮৮ স্ট্রাইকরেটে রান করেছেন।
ঢাকা পর্বে রানের উৎসবের পাশাপাশি ছিল নানারকম বিতর্ক। টিকিট নিয়ে হাহাকার, গেট ভাঙচুর থেকে বিসিবিপ্রধান ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রেস সচিবের মধ্যকার বিতর্ক। সব ছাপিয়ে মাঠে দর্শক এসেছেন, খেলা হয়েছে জমজমাট। এবার অপেক্ষা সিলেট পর্বের। কাল থেকে বিপিএলের উৎসবে ভাসবে চায়ের শহর সিলেট।