দায়িত্ব হারাচ্ছেন রোহিত? ভারতের অধিনায়ক হওয়ার দৌড়ে যারা
মাসখানেক পরই পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টকে সামনে রেখে দলগুলো ব্যস্ত স্কোয়াড গোছাতে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ভারত এবার আর অধিনায়ক রোহিত নন, নতুন কাউকে দায়িত্ব দিতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভারতীয় ওপেনার রোহিত শর্মার। সদ্য সমাপ্ত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে তার ছন্দহীন ব্যাটিং নিয়ে কম সমালোচনা হয়নি। একের পর এক সুযোগের পরও হাসছে না এই ডানহাতি ক্রিকেটারের ব্যাট। এমন পরিস্থিতিতে রোহিতের দলে সুযোগ পাওয়া নিয়েও জেগেছে শঙ্কা।
আপাতত বিশ্রামে আছেন ভারতীয় ক্রিকেটাররা। চলতি মাসেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দলটি খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ। সেই সিরিজ দিয়েই চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি সারতে মরিয়া ২০১৩ আসরের চ্যাম্পিয়নরা। এই সিরিজে রোহিত দলে থাকবেন কিনা, সেটাও নিশ্চিত করে বলা কঠিন।
ভারতীয় সংবাদমাধ্যমের মতে, অধিনায়ক রোহিতকেই যদি স্কোয়াডে না রাখা হয়, সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়া হতে পারেন নতুন অধিনায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরম্যান্স ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার দারুণ অধিনায়কত্বকেই বিবেচনায় রাখা হচ্ছে। পান্ডিয়ার সাথে অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন শুভমান গিল ও সূর্যকুমার যাদবও। অনেকেই অভিজ্ঞতার বিচারে সূর্যকুমারকে অধিনায়ক করার দাবি তুলেছেন।
আগামী ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এ জন্য আইসিসির কাছে দল জমা দেয়ার শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি। অস্ট্রেলিয়া সফর শেষ করে দেশে ফিরে দল গোছানোর কাজ করবে ভারত। তবে গুঞ্জন আছে এরইমধ্যে নাকি কাজ অনেকটাই শেষ করে ফেলেছেন গৌতম গম্ভীর। সে পরিকল্পনায় রোহিত শর্মার স্থান নাও হতে পারে।