জাকেরের তাণ্ডবে রংপুরকে চ্যালেঞ্জ জানাল সিলেট
নিজেদের শহরে জয়ের খাতা খুলতে চায় সিলেট স্ট্রাইকার্স। শুরুর তিক্ততা ভুলে সেই লক্ষ্যে মাঠে নেমে ব্যাটিংয়ে শক্ত পুঁজি গড়েছে আরিফুল হকের দল। রনি তালুকদার-জাকের হাসানের হাফসেঞ্চুরি ও জাকের আলির শেষের তাণ্ডবে নিজেদের দ্বিতীয় ম্যাচে টেবিল টপার রংপুর রাইডার্সকে ২০৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে সিলেট স্ট্রাইকার্স।
চায়ের শহরে বিপিএলের প্রথম ম্যাচে আজ সোমবার (৬ জানুয়ারি) মুখোমুখি হয়েছে স্বাগতিক দল সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৪ রান সংগ্রহ করেছে সিলেট।
এদিন টস জিতে সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে রাইডার্সরা। কিন্তু আগে বোলিং করার সুবিধা খুব একটা কাজে লাগাতে পারেনি রংপুর। সিলেটের দুই ওপেনার জর্জ ও রনি তালুকদার মিলে শুরুর জুটিতে তোলেন ৪৭ রান। ১৮ রান করে জর্জ ফিরলেও রনি তালুকদার তুলে নেন ব্যক্তিগত ফিফটি। ৩২ বলে ৫৪ রান করে রনি থামলে জাকিরও তুলে নেন হাফসেঞ্চুরি।
দুজনের জোড়া হাফসেঞ্চুরির পর শেষটা দারুণ করেন জাকের আলি ও অ্যারন জোন্স। দুজনেই খেলেন আগ্রাসী ভঙ্গিতে। শেষদিকে জোনসের ১৯ বলে ৩৮ রানের ঝড় ও মাত্র ৫ বলে ৪০০ স্ট্রাইক রেটে জাকেরের ২০ রানের তাণ্ডবে দুইশ ছাড়ানো পুঁজি পায় সিলেট।
সিলেট পর্ব শুরুর আগে টেবিলের শীর্ষে আছে রংপুর। টানা তিন ম্যাচের সবগুলো জিতে ৬ পয়েন্ট পেয়েছে তারা। শীর্ষে থেকে তারা আজ মুখোমুখি হয়েছে সিলেটের। যারা এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি। প্রথম ম্যাচ খেলে সেটিতে হেরে তাদের অবস্থান তলানিতে। সুতরাং আজ প্রথম ম্যাচেই লড়াইটা হচ্ছে টেবিল টপার ও টেবিলের সবার নিচে থাকা দুদলের।