ব্যাটারদের ব্যর্থতায় চিটাগংয়ের স্বল্প পুঁজি
সিলেট পর্বের তুলনায় চট্টগ্রামে কিছুটা কমেছে বিপিএলে দলগুলোর রানের ধারা। ঘরের মাঠে খুলনার বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করালেও রংপুরের পর এবার বরিশালের বিপক্ষেও নামের প্রতি সুবিচার করতে পারেননি চিটাগং কিংসের ব্যাটাররা। ব্যাটিং ব্যর্থতায় ১২১ রানে থামল দলটি।
আজ রোববার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১২১ রান তোলে চিটাগং কিংস। ব্যাট হাতে সর্বোচ্চ ৩৫ রান আসে মোহাম্মদ মিথুনের ব্যাট থেকে।
ব্যাট হাতে শুরুটা খারাপ হয়নি চট্টগ্রামের। দুই ওপেনার উসমান খান ও পারভেজ হাসান ইমনের ব্যাটে যোগ হয় ২১ রান। এরপরই ছন্দপতন। মাত্র ১৯ রানের মাথায় ফেরেন টপঅর্ডারের আরও চার ব্যাটার। যার ফলে ৩৯ রানের মাথায় ফেরেন দলটির ৫ ব্যাটার।
এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটির ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২১ রানে থামে চিটাগং। বরিশালের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন রিপন মন্ডল ও ফাহিম আশরাফ।
৬ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে বরিশাল। আর সমান ম্যাচে ৪ জয় পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় তিনে চিটাগং। দুই দলের লক্ষ্য দ্বিতীয় স্থান পাকাপোক্ত করা। ৮ ম্যাচের ৭ টিতে হেরে তলানীতে ঢাকা ক্যাপিটালস।