রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তন সুখের হয়নি রোহিতের, ব্যর্থ বাকিরাও
ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপে জাতীয় দলের সিনিয়র তারকারা খেলছেন রঞ্জি ট্রফিতে। রোহিত শর্মা, বিরাট কোহলিদের রঞ্জিতে খেলা একপ্রকার বাধ্যতামূলক করেছে বিসিসিআই। রোহিতও আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ফিরেছেন ভারতের প্রথম শ্রেণির এই টুর্নামেন্টে।
১০ বছর পর রঞ্জিতে ফিরে অবশ্য ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ভারতীয় অধিনায়ক। অনেকদিন ধরেই রান নেই রোহিতের ব্যাটে। রঞ্জিতেও কাটেনি রানখরা। মুম্বাইয়ের হয়ে জম্মু অ্যান্ড কাশ্মীরের বিপক্ষে মাঠে নামেন তিনি। তার ইনিংসটি স্থায়ী হয় মাত্র ১৯ বল। করেন ৩ রান।
রোহিত-কোহলি ছাড়াও খেলছেন তরুণ তারকারা। মুম্বাইয়ের শারদ পাওয়ার স্টেডিয়ামে রোহিতের প্রত্যাবর্তনের ম্যাচ ঘিরে সবার আগ্রহ ছিল তুঙ্গে। কিন্তু, হতাশ করেছেন তিনি। শুধু রোহিত নন, সুবিধা করতে পারেননি যশস্বী জাইসওয়াল-শ্রেয়াস আইয়াররা।
জাইসওয়াল সাজঘরে ফেরেন মোটে ৪ রান করে। শ্রেয়াস খেলেন ১১ রানের ইনিংস। শিভাম দুবে তো বিদায় নেন রানের খাতা খোলার আগেই। ভিন্ন ভিন্ন ম্যাচে ব্যর্থ হন শুভমান গিল, ঋষভ পন্তরাও। পাঞ্জাবের হয়ে কর্ণাটকের বিরুদ্ধে গিল করেন ৪ রান। অন্যদিকে, সৌরাষ্ট্রের সঙ্গে ১ রানে ফিরে যান দিল্লির তারকা পন্ত।