ফিক্সিং থেকে পারিশ্রমিক, ‘অন্যরকম বিপিএল’ নিয়ে যত বিতর্ক
বিপিএল ছাড়িয়ে যাবে আইপিএলকেও—কথাগুলো দুর্বার রাজশাহীর মালিক শফিক রেহমানের। বলতে হয় নিজের কথা রেখেছেন তিনি। একের পর এক আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে বিপিএলকে বিতর্কের শীর্ষে নেওয়ার প্রচেষ্টা তার। অথচ এবারের বিপিএল নিয়ে কত আশা-ভরসা ছিল সমর্থকদের, তার ছিটেফোঁটাও কি পূরণ হয়েছে? উত্তরটা খোদ বিসিবি কর্তাদের জন্যই তোলা থাক।
বিপিএলে বিতর্ক বেশ পুরোনো। তবে, এবারের আসর ছাপিয়ে গেছে আগের সবকিছু। এতদিন ব্রডকাস্টিংয়ের মান, দলগুলোর জার্সি, উইকেটসহ নানা বিষয় নিয়ে সমালোচনা হতো। সেই বিষয়গুলোর সমাধান করে পরিচ্ছন্ন এক বিপিএল উপহার দেওয়ার আশ্বাস দিয়েছিল বিসিবি। মাঠে ক্রিকেটের উত্তেজনা ও প্রতিযোগিতার দেখা মিললেও মাঠের বাইরে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে বিপিএলের সুনাম রীতিমত তলানিতে গিয়ে ঠেকেছে। এক নজরে দেখে নেওয়া যাক বিপিএলের অন্যরকম বিতর্কিত সব ঘটনা...
১. রাহাত ফতেহ আলীর পারিশ্রমিক
বিপিএল শুরুর আগে জমকালো উদ্বোধনীতে নজর কাড়লেও বিতর্ক এড়াতে পারেনি বিসিবি। পাকিস্তানের কিংবদন্তি শিল্পী রাহাত ফতেহ আলী খানকে ৩ কোটি ৪০ লাখ টাকা পারিশ্রমিক বাবদ দেয় বিসিবি। অথচ বিপিএল চ্যাম্পিয়ন হয়ে প্রাইজমানি বাবদ মাত্র ২ কোটি টাকা পায় দলগুলো। বিতর্কের শুরুটা সেখানেই। এই বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তোলেন ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে বিশ্লেষকেরা।
২. টিকিট নিয়ে হট্টগোল
রাজশাহী-রংপুর ম্যাচ দিয়ে বিপিএল মাঠে গড়ালেও ম্যাচ শুরুর আগে টিকিট নিয়ে রীতিমতো ভোগান্তিতে পড়েন ক্রিকেটপ্রেমীরা। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে স্টেডিয়ামের প্রধান ফটক ভাঙাসহ টিকিট কাউন্টারে আগুন দেন সমর্থকরা। সমস্যা সমাধানে আনুষ্ঠানিক বিবৃতি দিতেও বাধ্য হয় বিসিবি। পরবর্তীতে জানা যায়, টিকিট বিক্রির পুরো দায়িত্ব দেওয়া হয় মধুমতি ব্যাংককে। তবে, কোন শাখায় কীভাবে টিকিট কাটবেন সমর্থকরা, সেটি পরিষ্কার করে না বলায় তৈরি হয় এমন হট্টগোল।
৩. বিসিবি সভাপতির সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ
বিপিএলের শুরুর দিকেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ ওঠে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রেস সচিব মাহফুজুল আলমের বিরুদ্ধে। শোনা যায়, বিপিএল আয়োজনে নানা অসঙ্গতি নিয়ে বিসিবি প্রধানকে কথা শুনিয়েছেন। যদিও পরবর্তীতে মাহফুজুল আলম এই অভিযোগ অস্বীকার করেন।
৪.পারিশ্রমিক ইস্যুতে রাজশাহী-চিটাগংয়ের নাটকীয়তা
প্রতিবারের মতো এবারের বিপিএলেও ফ্র্যাঞ্চাইজিগুলো ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিকঠাক মতো দিতে পারবে কিনা, তা নিয়ে ছিল সংশয়। শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হয়েছে। বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাদের ক্রিকেটারদের পারিশ্রমিক যথাসময়ে দিতে পারেনি। এমন ঘটনায় কম আলোড়ন তৈরি হয়নি রাজশাহীর ক্রিকেটাররা অনুশীলনের বয়কট করতে বাধ্য হন। আর দলটির ছয় ক্রিকেটারতো রংপুরের বিপক্ষে মাঠেই আসেননি।
শুধু রাজশাহী নয় পেমেন্ট ইস্যুতে বিতর্কে জড়িয়েছে চিটাগং কিংস। বিপিএলে দারুণ কিছু ইনিংস খেলা জাতীয় দলের ওপেনার পারভেজ ইমনকে এক টাকাও পারিশ্রমিক দেয়নি চিটাগং কিংস কর্তৃপক্ষ। পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামির কাদের চৌধুরী জানান, ব্যক্তিগত কারণে ইমনকে কোনো টাকা দেওয়া হয়নি। যা বেশ সমালোচনার জন্ম দেয়।
৫.বিদেশি ক্রিকেটার ছাড়া রংপুরের একাদশ
বিপিএলের চলতি আসরে অনিয়ম আর অব্যবস্থাপনার সব বাঁধ ভেঙেছে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্ট শুরুর পর থেকেই ফ্র্যাঞ্চাইজিটির পারিশ্রমিক নিয়ে ছিল একের পর এক জটিলতা। পারিশ্রমিক না পাওয়ায় খেলোয়াড়দের অনুশীলন বর্জনের ঘটনাও ঘটেছে। আর রংপুরের বিপক্ষে ম্যাচে হোটেল থেকে মাঠেই আসেননি বিদেশি ক্রিকেটাররা। বিপিএলের প্রতি দলের একাদশে অন্তত দুজন বিদেশি ক্রিকেটার খেলানো বাধ্যতামূলক, কিন্তু রংপুর রাইডার্সের বিপক্ষে দুর্বার রাজশাহীর একাদশের সবাই স্থানীয় ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমন ঘটনার নজির নেই।
৬. স্পট ফিক্সিংয়ের কালো ছায়া
বিপিএলের চলতি আসরেও ফিক্সিংয়ের গন্ধ পাচ্ছেন অনেকে। শুধু ক্রিকেটাররা নয়, ফ্র্যাঞ্চাইজিগুলোও জড়িত ফিক্সিংয়ে, এমনটাই সন্দেহ করছেন অনেকে। একের পর এক অস্বাভাবিক ওয়াইড, খেলোয়াড়দের শরীরী আচরণে অস্বাভাবিকতা, একেবারেই ভিন্ন ঘরানার গেম প্ল্যান—যা বিপিএলকে করেছে প্রশ্নবিদ্ধ। বিপিএলে প্রায় ৪০ জন ক্রিকেটারের নামে ক্রিকেটের চেতনার পরিপন্থি কাজ করার অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্তের কাজ শুরু করেছে আকসু। যদিও বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বিসিবি।
৭.ছোট বাউন্ডারি নিয়ে প্রশ্ন
বিপিএলে এবার হাই স্কোরিং ম্যাচ হচ্ছে। ব্যাটিং বান্ধব উইকেট হলেও বাউন্ডারির দৈর্ঘ্যও অনেক ছোট। যা নিয়ে প্রশ্ন তুলেছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। তার মতে, যেহেতু ব্যাটিং বান্ধব উইকেট; সেক্ষেত্রে ব্যাট-বলে ভারসাম্য রাখতে বাউন্ডারি বড় হওয়া উচিত। শুধু তামিম নয়, দর্শকদের অনেকেই আন্তর্জাতিক মান অনুযায়ী বড় সীমানা দেখার দাবি তোলেন। অবশ্য সীমানা কমিয়েও আইপিএলের সঙ্গে পাল্লা দিতে পারেনি বিপিএল। বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের গত আসরে মোট ১২৬০টি ছক্কা দেখা গেছে। সেখানে বিপিএলে এখন পর্যন্ত ছক্কার সংখ্যা ৫০০ এর চেয়ে কিছুটা বেশি।
৮. বাইলজের থোরাই কেয়ার
বিপিএলে বাইলজ পরিবর্তন হওয়া যেন রীতিমতো অভ্যাসে পরিণত হয়েছে। কিছু বিশেষ দলকে সুবিধা দিতে আচমকা বদলে যায় নিয়ম। রাতারাতি এক দলের ক্রিকেটার হয়ে যান অন্য দলের। সরাসরি চুক্তিতে এক খেলোয়াড়কে দলে নেওয়ার ঘোষণা দেওয়ার পর আরেক দল হুট করে তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা দেখা গেছে আগে। এবার আরাফাত সানিকে ড্রাফট থেকে সিলেট স্ট্রাইকার্স কেনার পরেও তিনি খেলছেন চিটাগং কিংসে। আর ঢাকার সঙ্গে চুক্তিবদ্ধ হলেও রাতারাতি দল পাল্টে রংপুরের হয়ে খেলেন অ্যালেক্স হেলস।
এক যুগের বেশি সময় পার হলেও সেভাবে কোনো মান উন্নয়ন হয়নি বিপিএলের। বিশ্বের অন্য ফ্র্যাঞ্চাইজি লিগুলো যেখানে সময়ের সাথে নজর কাড়ছে, হয়ে উঠছে জনপ্রিয়; সেখানে বিপিএল যেন তলানিতে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছে। ক্রিকেট সংশ্লিষ্টদের মতে এভাবে চলতে থাকলে দ্বিতীয় সারির ফ্র্যাঞ্চাইজি লিগে পরিণত হতে খুব বেশি সময় লাগবে না বিপিএলের।