বরিশালের দ্বিতীয়, না চিটাগংয়ের প্রথম?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/06/bpl-final.jpg)
প্রায় এক মাসের লড়াই। শ্বাসরুদ্ধকর ম্যাচ, ধুন্ধুমার উত্তেজনা, অনিশ্চয়তার দোলাচল—কী ছিল না বিপিএল জুড়ে। মাঠের বাইরের নানা বিতর্ক ছাপিয়ে বাইশ গজে সত্যিকার অর্থে খেলার আমেজ ছিল পুরো আসরে। দেখতে দেখতে শেষের পথে বিপিএল ২০২৫। আর মাত্র একটি ম্যাচ। অপেক্ষা শিরোপা তুলে ধরার। শিরোপার দৌড়ে টিকে আছে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয়ে আগামীকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মুখোমুখি হবে দুদল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
শুরু থেকেই ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামে ফরচুন বরিশাল। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দলটি। এবারও দল গড়েছে সেরা হওয়ার মতোই। তাদের পক্ষে বাজি ধরার লোকের অভাব নেই। নিজেদের সক্ষমতা পুরো আসরে প্রমাণ করে ফাইনালে উঠেছে বরিশাল।
চিটাগং কিংসের ব্যাপারটি ভিন্ন। গ্রুপ পর্বের মাঝামাঝিও গড়পড়তা ছিল দলটি। হঠাৎ করে জেগে উঠে জায়গা করে নেয় সেরা দুইয়ে। প্রথম কোয়ালিফায়ারে বরিশালের কাছে হারলেও দ্বিতীয়টিতে খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে চিটাগং। এক যুগ পর বিপিএলের ফাইনালে উঠেছে তারা। ২০১৩ সালে সর্বশেষ টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল চিটাগং।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে গত বিপিএলে প্রথমবারের মতো সেরার তকমা গায়ে মাখে বরিশাল। এর আগে একবার কুমিল্লার কাছেই ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয় বরিশালের। স্বপ্নভঙের বেদনায় পুড়তে হয়েছে চিটাগংকেও। ২০১৩ সালে তখনকার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে শিরোপা খুইয়েছিল চিটাগং কিংস।
ফাইনালের আগে আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বরিশাল অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘আমাদের দলের সবচেয়ে ভালো দিক হচ্ছে, সবাই ফুরফুরে মেজাজে আছে। আমরা জানি আমাদের কী করতে হবে। এখন দেখার বিষয় এটাই যে, মাঠে কতটুকু বাস্তবায়ন করতে পারি। যদি আমরা ঠিকঠাক কাজ করতে পারি, মনে হয় ইতিবাচক ফল আসবে।’
সবমিলিয়ে, দুদলের সামনেই সুযোগ শিরোপা জয়ের। বরিশালের লক্ষ্য দ্বিতীয়বার নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়া। চিটাগং চাইবে বিপিএলে প্রথমবার নিজেদের সেরা হিসেবে প্রতিষ্ঠিত করতে।
লড়াই অবশ্য সহজ হবে না। বরিশাল ও চিটাগংয়ের শেষ দুই দেখায় একবার করে জিতেছে দুদল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বরিশালকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করে চিটাগং। বরিশাল সেই প্রতিশোধ নিয়েছে প্রথম কোয়ালিফায়ারে চিটাগংকে হারিয়ে। ফাইনালেও যে থাকবে ভীষণ ঝাঁঝ, সেটি না বললেও চলে।