চ্যাম্পিয়ন হলেই ট্রফি নিয়ে বরিশালের লঞ্চে উঠবেন তামিমরা
গত কয়েক আসরে সবচেয়ে ধারাবাহিক ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল। মাঠের লড়াই কিংবা ব্যবস্থপনা—সব মিলিয়ে আদর্শ দল হয়ে উঠেছে। গেলবার শিরোপা উপহার দিয়ে ভক্তদের হৃদয়েও জায়গা করে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। গড়ে উঠেছে নিজেস্ব ফ্যানবেজ। তাইতো বিপিএলের ম্যাচ ম্যানে সিংহভাগ দর্শক বরিশালের। গ্যালারিতে সব প্রান্তে চোখে পড়ে লাল জার্সি, ওড়ে বরিশালের পতাকা।
এর জন্য নিজেদের সত্যিকার অর্থে ভাগ্যবান মনে করেন দলটির অধিনায়ক তামিম ইকবাল। মেগা ফাইনালের আগের দিন তামিম বলেছেন, ‘আমরা আসলে অনেক ভাগ্যবান। বিপিএল নিয়ে আমরা সবসময় এই স্বপ্নই দেখেছি যে, একেকটা ফ্র্যাঞ্চাইজির একেক ধরনের ফ্যানবেইজ থাকবে। যা আমার মনে হয়, বরিশাল খুবই সফলভাবে করতে পেরেছে, বিশেষ করে গত দুই বছরে।’
গেলবার ফাইনালের পর শিরোপা নিয়ে লঞ্চে করে বরিশাল যাওয়ার কথা ছিল বরিশালের ক্রিকেটারদের। শিরোপা জয়ের পর সে কথা রাখতে পারেনি তারা। কিন্তু এবার আর ভুল করতে চাননা। চিটাগং কিংসের বিপক্ষে এবার ফাইনাল জিতলেই ট্রফি নিয়ে বরিশাল যেতে চান তামিমরা।
শিরোপার লড়াইয়ে নামার আগে অধিনায়ক দিয়ে রাখলেন সেই আশ্বাস। ভক্তদের সুখবর দিয়ে তামিম বলেছেন, ‘অবশ্যই তাদের (সমর্থক) জন্য আমাদের পুরোপুরিভাবে চেষ্টা থাকবে কালকে যেন আমরা ভালো খেলে চ্যাম্পিয়ন হতে পারি। আর যদি হতে পারি ইনশাআল্লাহ্, পরিকল্পনা তো আছে (লঞ্চে করে ট্রফি নিয়ে বরিশাল যাওয়ার)। গতবারও এই পরিকল্পনা ছিল। আমার মনে হয়, কোনো একটা কারণেই হয়তো যাওয়া হয়নি। এমন না যে আমাদের ইচ্ছা ছিল না। আমাদের সবসময় ইচ্ছা ছিল। এবারও ইচ্ছা আছে। আল্লাহ যদি আমাদের ওপর রহমত করে, তাহলে অবশ্যই (বরিশাল যাব)।’