অনলাইনে বিপিএলের ফাইনাল দেখবেন যেভাবে
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। মাঠে গড়াবে বিপিএলের একাদশ আসরের ফাইনাল। ফাইনাল ম্যাচ ঘিরে দর্শকের আগ্রহের কমতি নেই। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচের ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল থেকেই টিকিটের জন্য দর্শকের ভীড় চোখে পড়ার মতো।
মাঠে বসে সরাসরি খেলা দেখার পাশাপাশি টিভি ও অনলাইনে অসংখ্য মানুষ দেখবে ম্যাচটি। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের একাদশ আসরের শিরোপা ঘরে তুলতে লড়াই করবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। টিভিতে ম্যাচটি দেখাবে টি-স্পোর্টস ও গাজী টিভি। এদিকে, কর্মব্যস্ত সময়ে এখন অনলাইনেও খেলা দেখে মানুষ। সেক্ষেত্রে টি-স্পোর্টস অ্যাপের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে ম্যাচটি দেখা যাবে। এছাড়া, র্যাবিটহোলবিডিতেও দর্শকরা উপভোগ করতে পারবেন ফাইনাল ম্যাচটি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে গত বিপিএলে প্রথমবারের মতো সেরার তকমা গায়ে মাখে বরিশাল। এর আগে একবার কুমিল্লার কাছেই ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয় বরিশালের। স্বপ্নভঙের বেদনায় পুড়তে হয়েছে চিটাগংকেও। ২০১৩ সালে তখনকার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে শিরোপা খুইয়েছিল চিটাগং।
আসরের শুরু থেকেই ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামে বরিশাল। বর্তমান চ্যাম্পিয়নরা এবারও দল গড়েছে সেরা হওয়ার মতোই। তাদের পক্ষে বাজি ধরার লোকের অভাব নেই। অন্যদিকে, গ্রুপ পর্বের মাঝামাঝিও গড়পড়তা ছিল চিটাগং। হঠাৎ করে জেগে উঠে জায়গা করে নেয় সেরা দুইয়ে। প্রথম কোয়ালিফায়ারে বরিশালের কাছে হারলেও দ্বিতীয়টিতে খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে চিটাগং। এক যুগ পর বিপিএলের ফাইনাল খেলছে তারা।