লঞ্চে যাচ্ছে না বরিশালের ট্রফি, উদযাপনে কী কী থাকছে?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/08/fortune_barishal_1.jpg)
ফরচুন বরিশালের শিরোপা জয়ের পর থেকে ভক্তদের উন্মাদনা শুরু হয়েছে। সবার মনে কৌতূহল, ট্রফি কখন বরিশাল যাবে? তামিম ইকবাল সেটি মিটিয়ে দিয়েছেন শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ম্যাচের পরই। তামিম জানান, রোববার (৯ ফেব্রুয়ারি) বরিশালে ট্রফি নিয়ে যাবে পুরো দল।
ভক্তদের আশা ছিল, লঞ্চে করে ট্রফি যাবে তাদের শহরে। তবে, আশা পূরণ হচ্ছে না। ভক্তদের সঙ্গে শিরোপা উৎসব ঠিকই করবে বরিশাল দল, কিন্তু ট্রফি যাবে অন্যভাবে। দলের মালিক মিজানুর রহমান জানিয়েছেন, বিমানে করে নেওয়া হবে ট্রফি। পাশাপাশি জানিয়েছেন, কীভাবে উদযাপন করা হবে।
মিজানুর রহমান বলেন, ‘লঞ্চে করে ট্রফি নেওয়া হচ্ছে না। আমরা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে যাব। সঙ্গে দুটি ট্রফি থাকবে (গতবারেরটা সহ)। বরিশাল নেমে লাঞ্চ করব। পরে সবাই বেলস পার্কে জড়ো হবো। ওখানে একটা ছোটোখাটো কনসার্ট করার ইচ্ছা আছে। ফটোসেশন হবে। দুপুর ২টা থেকে ৫টা পর্ন্ত একটা আয়োজনের ইচ্ছা আছে।’
রীতিমতো উড়ছে ফরচুন বরিশাল। বিপিএলে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে তারা। টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় দল হিসেবে টানা চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে বরিশাল। এর আগে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স টানা দুইবার বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল।
এদিকে, এমন অর্জনে বরিশালের সব ক্রিকেটারকে উপহার দিয়েছেন মিজানুর রহমান। আজ সব ক্রিকেটারের হাতে পৌঁছে গেছে আইফোন ১৬। শুধু ক্রিকেটার নন, আইফোন ১৬ উপহার পেয়েছেন টিম ম্যানেজমেন্টের সদস্যরাও।