জাতীয় দলে ডাক পেলেন সাকিব আল হাসান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/shakib_al_hasan.jpg)
আগামী মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ ফুটবল দলের আন্তর্জাতিক ব্যস্ততা। ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ম্যাচের আগে ৩৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাদের নিয়ে অনুষ্ঠিত হবে অনুশীলন ক্যাম্প।
রোববার (৯ ফেব্রুয়ারি) প্রকাশিত বাফুফের স্কোয়াডে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। ২০ বছর বয়সী এই ফুটবলার দলের ৫ গোলরক্ষকের একজন হিসেবে সুযোগ পেয়েছেন। সাকিব বর্তমানে খেলছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৪ ম্যাচে একাদশে ছিলেন তিনি। ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে নামের মিলের মতো তিনিও যাত্রা শুরু করেছেন বিকেএসপি থেকে।
ঢাকা ও সৌদি আরবে অনুষ্ঠিত হবে অনুশীলন ক্যাম্প। স্কোয়াডে সুযোগ পাওয়ার ৩৮ জনের মধ্যে ৩৬ জনই খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। স্কোয়াড নিয়ে আশাবাদী বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।
কাবরেরা বলেন, ‘আমাদের স্কোয়াডের ৩৬ জন বিপিএলে খেলছে। খেলার মধ্যে আছে তারা। দলে অনেক তরুণ আছে। গত ২ বছরে আমরা বেশ ভালো করছি। ছেলেরা একটু একটু করে উন্নতি করছে। তরুণদের মধ্যে উদ্যম আছে। আশা করি, বাংলাদেশ ও সৌদি আরবে ভালো অনুশীলন ক্যাম্প হবে।’