দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে সিটিকে হারাল রিয়াল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/vini.jpg)
ইতিহাস কীভাবে বদলাতে হয় তা ভালোই জানা স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের। ম্যানচেস্টার সিটির মাঠে কখনও জয় না পাওয়া লস ব্লাঙ্কোসরা এবার প্রত্যাবর্তনের গল্প লিখল। জয়ের স্বপ্নে বিভোর থাকা সিটিজেন সমথকদের হতাশায় ডুবিয়ে শেষ ৬ মিনিটে ম্যাচের দৃশ্যপট পাল্টে দেয় বেলিংহামরা। তাতেই রোমাঞ্চকর জয় তুলে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাতে ইতিহাদ স্টেডিয়ামে প্লে-অফের প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে, ব্রাহিম দিয়াজ ও জুড বেলিংহাম। চ্যাম্পিয়ন্স লিগ টেবিলের শীর্ষ আট দলের মধ্যে থাকতে না পারায় শেষ ষোলোর জন্য প্লে-অফ খেলতে হচ্ছে রিয়াল ও ম্যানসিটিকে। মাদ্রিদে ১৯ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় লেগ।
গোল করার মতো প্রথম সুযোগটা পায় রিয়ালই। একাদশ মিনিটে ডান প্রান্তে ফাঁকায় পেয়েও গোলরক্ষক বরাবর শট নিয়ে সুযোগ নষ্ট করেন এমবাপ্পে। ১৯তম মিনিটে হলান্ডের গোলে এগিয়ে যায় সিটি। জেস্কো ভার্ডিওল নিজের অর্ধ থেকে দারুণ এক থ্রু পাস দেন হলান্ডকে। আলতো টোকায় বল জালে জড়াতে কোনো ভুল হয়নি এই নরওয়ের এই ফরোয়ার্ডের।
পিছিয়ে পড়ার পরপরই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। ২৫তম মিনিটে ভিনিসিয়াসের শট পোস্টে লেগে ফিরলে হতাশ হতে হয়। ম্যাচের ৩০তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ম্যানসিটি তারকা গ্রিলিশ। তার জায়গায় নামেন ফিল ফোডেন। এরপর রিয়াল তেমন সুযোগ তৈরি করতে না পারায় এগিয়ে থেকেই বিরতিতে যায় ইংলিশ ক্লাবটি।
ম্যাচের ৫৪ মিনিটেও সহজ সুযোগ নষ্ট করেন এমবাপ্পে। রদ্রিগোর ক্রস থেকে বল পেয়ে শট নেন এডারসনের শরীর বরাবর। তবে, ৬০তম মিনিটে আর ভুল করেননি এই ফরাসি তারকা। ফেদে ভালভের্দের নেওয়া ফ্রি কিক শট থেকে করেন গোল। তাতেই সমতায় ফেরে রিয়াল।
৮০তম মিনিটে ফের এগিয়ে যায় সিটি। আবারও গোলদাতা সেই হলান্ড। ফাউলের সুবাদে পাওয়া স্পটকিক থেকে লক্ষ্যভেদ করেন তিনি। পিছিয়ে পড়ার পর ম্যাচের ৮৪তম মিনিটে রদ্রিগোর বদলি হিসেবে রিয়াল নামায় ব্রাহিম দিয়াজকে। মাঠে নামার ২ মিনিটের মধ্যে গোল করে বসেন সাবেক এই ম্যানসিটি তারকা। তার এই গোলে ফের সমতায় ফেরে রিয়াল।
কে জানতা নাটকীয়তার তখনও বাকি। ম্যাচের যোগ করা সময় রক্ষনের ভুলে বল পেয়ে যান ভিনিসিয়াস। পাস দেন ডান প্রান্তে এগিয়ে আসা বেলিংহ্যামকে। ফাঁকা পোস্টে বল জালে পাঠাতে কোনো ভুল হয়নি এই ইংলিশ মিডফিল্ডারের। তাতেই ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা।