চ্যাম্পিয়নস ট্রফির খেলা টিভিতে দেখবেন যেভাবে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/15/icc_match.jpg)
দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। টুর্নামেন্ট শুরুর তিনদিন আগে কোন দেশে কিভাবে খেলা দেখা যাবে, সম্প্রচারের সেই বিস্তারিত প্রকাশ করেছে আইসিসি। অংশগ্রহণকারী ৮ দেশের বাইরেও বেশ কয়েকটি দেশের সম্প্রচার মাধ্যম চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ সরাসরি দেখাবে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সবচেয়ে বড় আয়োজন করেছে ভারতের জিও স্টার নেটওয়ার্ক। ১৬টি ফিডে ৯টি ভিন্ন ভাষায় টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে জিও স্টার। টিভি ও অ্যাপ ছাড়াও উপভোগ করা যাবে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ। বাংলাদেশসহ ৬টি দেশের রেডিওতেও শোনা যাবে ম্যাচের ধারাভাষ্য।
এছাড়া বিশ্বের ৮০টির বেশি অঞ্চলে আইসিসি ডট টিভির মাধ্যমে খেলা দেখা যাবে। আইসিসির ম্যাচ সেন্টারে পাওয়া যাবে প্রতিটি ম্যাচের বিনা মূল্যে অডিও সম্প্রচার। একই সঙ্গে আইসিসি ক্রিকেট ডটকমে পাওয়া যাবে লাইভ কমেন্টারি। ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে প্রতিটি ম্যাচের লাইভ রেডিও সম্প্রচারও করবে আইসিসি, যা বিশ্বব্যাপী বিনা মূল্যে শোনা যাবে।
বাংলাদেশ : নাগরিক টিভি ও টি-স্পোর্টস। ওটিটি- টফি অ্যাপ।
ভারত : জিওস্টার (হটস্টার পোর্টাল, স্টার নেটওয়ার্কের ১৮টি চ্যানেল)
পাকিস্তান : পিটিভি ও টেন স্পোর্টস। ওটিটি- মাইকো ও তামাশা অ্যাপ।
সংযুক্ত আরব আমিরাত : ক্রিকলাইফ ম্যাক্স ও ক্রিকলাইফ ম্যাক্স ২, ওটিটি- স্টার্যপ্লে।
যুক্তরাষ্ট্র ও কানাডা : উইলো টিভি। ওটিটি: ক্রিকবাজ অ্যাপ।