বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/16/khelaa.jpg)
আর মাত্র দিন দুয়েকের অপেক্ষা। এরপরই মাঠে গড়াবে ক্রিকেটের অন্যতম মেগা ইভেন্ট আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। টুর্নামেন্ট শুরুর ৪৮ ঘণ্টা আগে নিজেদের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজেদের সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ক্লিপের মাধ্যমে জার্সি উন্মোচন করেছে বিসিবি। ভিডিও ক্লিপে স্কোয়াডে থাকা ১৫ জন ক্রিকেটারের উপস্থিতিতে জার্সি তুলে ধরেছে বোর্ড। নতুন জার্সি পরে ভিডিওতে দেখা দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, পেসার নাহিদ রানা, তাসকিন আহমেদ, লেগ স্পিনার রিশাদ হোসেন, মাহমুদউল্লাহ, মুশফিকসহ স্কোয়াডে থাকা সবাই।
লাল-সবুজের মূল থিমের ওপর সোনালি রঙে বাঘের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। গাঢ় সবুজ জার্সির নিচের অংশে আছে লালের আবছা আবরণ। এ ছাড়া নিচের অংশে পাতার অবয়বে ফুটে উঠেছে রয়েল বেঙ্গল টাইগার। হাতায় রয়েছে হালকা লালের ছোঁয়া। বুকের বাম পাশে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো, ডানপাশে চ্যাম্পিয়নস ট্রফির লোগো। যার নিচে লেখা স্বাগতিক দেশের নাম।
প্রতিবার জার্সিতে স্পন্সরের নামের ছড়াছড়ি থাকে। যা নিয়ে বিসিবিকে পড়তে হয় সমালোচনায়। এবার সেই ধারা থেকেও বেরিয়ে এসেছে বোর্ড। স্পন্সর রবির লোগো রাখা হয়েছে স্রেফ বাম হাতে। সবমিলিয়ে এমন ভিন্নধর্মী জার্সি পছন্দ হয়েছে সমর্থকদের। ভিডিওর মন্তব্যের ঘরে বেশিরভাগই জার্সির প্রশংসা করেছেন।
উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফি।তার আগে টুর্নামেন্টকে সামনে রেখে আগামীকাল সোমবার পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন শান্তরা। এই ম্যাচ দিয়েই নিজেদের ঝালিয়ে নিতে মরিয়া ক্রিকেটাররা। ২০ ফেব্রুয়ারি প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত। পরবর্তীতে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে লড়বে ফিল সিমন্সের শিষ্যরা।