আবারও দেশের দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন

জাতীয় স্টেডিয়াম, ঢাকায় আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে ৪৮তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৫। প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর শুরু হয় মূল প্রতিযোগিতা।
পুরুষ বিভাগের ১০০ মিটার দৌড়ের মাধ্যমে শুরু হয় ইভেন্ট। ১০০ মিটারে ফেভারিটের তকমা নিয়ে ট্র্যাকে নেমেছিলেন ইসমাইল হোসেন। সবাইকে পেছনে ফেলে দ্রুততম মানব হন তিনিই। দৌড় শেষ করেন ১০.৬১ সেকেন্ডে।
মেয়েদের ১০০ মিটার দৌড়ে শিরিন আক্তারের পক্ষে বাজি ছিল। হতাশ করেননি শিরিনও। দেশেল দ্রুততম মানবীর তকমা নিজের কাছেই রেখেছেন এই দৌঁড়বিদ। তিনি দৌড় শেষ করেন ১২.০১ সেকেন্ডে।
এদিকে, ৪০০ মিটার দৌড়ে প্রথম হয়েছেন বিকেএসপির দৌড়বিদ জহির রায়হান।
এর আগে উদ্বোধন ঘোষণার সময় আসিফ মাহমুদ বলেন, ‘খেলাধুলা সবাইকে ঐক্যবদ্ধ করে। আমরা ইতোমধ্যে ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনা করেছি। দেশে অন্তত ১০টি খেলা আছে যেখান থেকে ভালো কিছু সম্ভব। আশা করি, এই ৪৮তম অ্যাথলেটিকস প্রতিযোগিতা খেলার মান ও সবার মধ্যে আবারও আগ্রহ তৈরি করবে।’