বাংলাদেশকে শিরোপার দৌড়ে রাখছেন ভারতীয় তারকা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/18/bisibi.jpg)
চ্যাম্পিয়নস ট্রফিতে কোন দল চ্যাম্পিয়ন হতে পারে, ডার্ক হর্স কে, সর্বোচ্চ রান করতে পারেন কে—সাবেক ক্রিকেটার, সাংবাদিক ও ধারাভাষ্যকারদের নিয়ে এমনই ভবিষ্যদ্বাণীর আয়োজন করে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। বাংলাদেশ ফাইনালে খেলতে পারে, ওই অনুষ্ঠানে এমনটাই জানান ভারতীয় সাবেক ক্রিকেটার মুরালি কার্তিক।
অনুষ্ঠানে যোগ দেওয়া প্রায় প্রত্যেকেই ভারতকে ফেভারিট মানছেন। ব্যতিক্রম ছিলেন শুধু শেবাগ ও মুরালি কার্তিক। শেবাগ ভারতীয় হওয়ার পরও চ্যাম্পিয়নস হওয়ার দৌড়ে অস্ট্রেলিয়ার পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে মুরালি কার্তিক ভারতের সঙ্গে রেখেছেন বাংলাদেশকে।
এই প্রসঙ্গে মুরালি বলেছেন, ‘বাংলাদেশ। তারা বিপজ্জনক দল।’ এরপর সেমিফাইনালে উঠতে পারে কোন চারটি দল, সে প্রসঙ্গে কার্তিক বলেছেন, ‘ভারত ও বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাও ভালো ক্রিকেট খেলছে। আমার মনে হয় অস্ট্রেলিয়াও (সেমিফাইনালে ওঠার) পথ খুঁজে নেবে।’
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/18/muraali_kaartik_0.jpg)
বীরেন্দর শেবাগ বাজির ঘোড়া বলার পাশাপাশি সেমিফাইনালিস্ট হিসেবেও নাম রাখেন আফগানদের। তবে দীনেশ কার্তিক বাজিরঘোড়া বললেও শেষ চারে তাদেরকে রাখেননি। মাইকেল ভনও কথা বলেছেন একই সুরে। অভিনেত্রী সায়েমি খেরও হেটেছেন তাদের পথেই। ক্রীড়া সাংবাদিক হার্শা ভোগলে ও লেখক জয় ভট্টাচার্য বাজির ঘোড়া হিসেবে দেখছেন দক্ষিণ আফ্রিকাকে।
খেলোয়াড়ি জীবনের ইতি টেনে অনেক আগেই ধারাভাষ্যকার হিসেবে নতুন অধ্যায় শুরু করেছেন ভারতের জার্সিতে ৮ টেস্ট ও ৩৭ ওয়ানডে খেলা এই স্পিনার। বাংলাদেশের বিপক্ষেও খেলার অভিজ্ঞতা আছে তার।
উল্লেখ্য, বুধবার (১৯ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড। একদিন পরই মাঠে নামছে বাংলাদেশ। নিজেদের উদ্বোধনী খেলায় শান্তরা খেলবে ভারতের বিপক্ষে। টুর্নামেন্টে দারুন কিছু করতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই ফিল সিমন্স শিষ্যদের।