লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে তামিমকে

শারীরিক অবস্থা ভালো নয় তামিম ইকবালের। বুকে ব্যথা নিয়ে আজ সোমবার (২৪ মার্চ) হাসপাতালে ভর্তি হয়েছিলেন তামিম। দেশসেরা ওপেনারের অবস্থা দেখে তাকে দ্রুত নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে। বর্তমানে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে (পূর্বের ফজিলাতুন্নেছা মুজিব স্পেশালাইজড হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন তিনি।
সাভারে চলছিল ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ। বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডানের জার্সিতে আজ শাইনপুকুরের বিপক্ষে খেলতে নামেন তামিম। হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন তিনি। মাঠে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যথা বাড়তে থাকে। আনা হয় হেলিকপ্টার। কিন্তু, হেলিকপ্টারে ওঠানোর আগে আবারও পড়ে যান তিনি। পরে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তামিমকে।
মোহামেডানের দলীয় সূত্রে জানা গেছে, ফিল্ডিং করা সময় বুকে ব্যথা শুরু হয় তামিমের। অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। তবে, হেলিকপ্টারে ওঠানোর মতো পরিস্থিতি ছিল না। তামিম বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। ডাক্তাররা কোনো আশার কথা শোনাননি।
ঢাকা থেকে ইতোমধ্যে হাসপাতালে গিয়েছেন তামিমের বড় ভাই নাফিস ইকবাল ও তার স্ত্রী। হাসপাতালে যাচ্ছেন বিসিবির পরিচালক ও বিভিন্ন কর্মকর্তারা।
তামিমের অসুস্থতার খবরে বাতিল করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা। আজ মিরপুরে বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।